|
---|
আজিজুর রহমান,গলসি : গলসির বাহিরঘন্যা গ্রামে নবী দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির করা হল। গ্রামের শা’পাড়া গরীব নাওয়াজ মসজিদ কমিটির উদ্দ্যোগে ওই শিবির করা হয়। জানতে পারা গেছে, মুসলিম সমাজের তথা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের জন্মদিবসকে সামনে রেখে ওই আয়োজন। যেখানে ৪০ জন মহিলা সহ মোট ৬০ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে সংগৃহীত রক্ত একটি বেসরকারী ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। তাঁদের ওই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ইচ্ছে ডানা নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্ব উঞ্চায়ন রুখতে সকল রক্তদাতাদের একটি করে চারাগাছ তুলে দেন আয়োজকরা। তাদের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গলসি ২ নং ব্লকের কুরকুবা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সেখ হেফজুল রহমান সহ বাহিরঘন্ন্যা শা’পাড়া গরীব নওয়াজ মসজিদের ইমাম সেখ নজরুল মোল্লা।