|
---|
শেখ সিরাজ,ধনিয়াখালী : ২৮ সেপ্টেম্বর, ২০২৩ হুগলি জেলার প্রত্যন্তগ্রাম ‘চিৎলা’-য় সকাল ৭টায় প্রাত:রোদ ঝলমল পরিবেশে চিৎলা শিশু নবী মিলন সঙ্ঘের উদ্দোগে ৪০ তম বর্ষে প্রভাত ফেরির মধ্য দিয়ে বিশ্ব নবী দিবস উদযাপিত হয়। শিশুদের পবিত্র মুখে বিশ্বনবী জিন্দাবাদ, বিশ্বশান্তি আমরা চাই, বিশ্বভাতৃত্ব আমরা চাই, হিন্দু- মুসলিম-জৈন-খৃষ্টান ভাই ভাই ধ্বনিতে আকাশ- বাতাস মুখরিত হয়ে ওঠে। দুশোর অধিক ৫/৭ বছরের শিশু সহ শতাধিক বয়স্করাও প্রভাত ফেরিতে সামিল হন। প্রভাত ফেরির অন্তে চিৎলা মসজিদে মিলাদুন্নবী মজলিস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ব নবী (স:) এর আলোচনায় শিশুরা নবীপ্রেমে অনুপ্রাণিত হয়। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন চিৎলা মসজিদের ইমাম মো: সাইফুদ্দিন, হাজী গোলাম মোস্তফা, ইমাম মো: নুর হোসেন, সংগঠক প্রবর্তক আব্দুর রহিম প্রমুখ। উদ্দোক্তা মহ: কলিম, রফিকুল সাহেবের অক্লান্ত পরিশ্রমে সমগ্র অনুষ্ঠানটি সম্পাদিত হয়। কেরাত-দরুদ-সালাম-দোওয়া-সোয়াবরেশানী-শিশুদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।