দুশ্চরিত্র অপবাদে বেড় করে দিলো স্বামী, নির্যাতিত নারী পাচ্ছেনা সুরাহা

মালদা: পণের দাবিতে নিজের স্ত্রীকে দুশ্চরিত্রা অপবাদ দিয়ে বাড়ি থেকে বেড় করে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাট ঘটেছে মালদার গাজোল থানার তুলশী ডাঙা গ্রামে।পুলিশের দ্বারস্ত হয়ে মিশছে না সুরাহা।

    জানা গিয়েছে ওই গৃহবধূর নাম রুমা মিশ্র। স্বামীর নাম গোপাল মিশ্র। পেশায় পুরোহিত। ১২ বছর আগে সামাজিক প্রথমে তাদের বিয়ে হয়। গৃহবধূর অভিযোগ, বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে পর নিয়ে আসার জন্য তাকে চাপ দেওয়া হতো। এমনকি তাকে রোজগার করে সংসার চালানোর নির্দেশ পর্যন্ত দেয়া হয়। আর তা করতে রাজি না হওয়ায় তাদের মধ্যে মাঝে মাঝেই বর্ষা হতো এমনকি শশুর শাশুড়িও তাকে মারধোর করতো। এতদিন তিনি মুখ বুজেছিলেন। কারণ তার যাওর কোথাও ছিল না। অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে থাকে এমনকি তাকে দুশ্চরিত্র অপবাদ দেওয়া হয়। পণের দাবিতে তার স্বামী ও শ্বশুর শাশুড়ি বধূ নির্যাতন শুরু করে শ্বশুর তরুণ মিশ্র,শাশুড়ি সান্তনা মিশ্র,স্বামীর গোপাল মিস্র। অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তিনি গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর পরও পুলিশ কোনো সুরাহা করছেন। ফলে ভয়ে আতঙ্কে রয়েছেন। তিনি চাইছেন এই ঘটনার শুরু করুক প্রশাসন।