|
---|
মালদা, ১৮ নভেম্বর: দাবি মতো টাকা না দেওয়ায় কুড়ি দিনের শিশুকে আড়াই ঘণ্টা ধরে মায়ের থেকে দূরে রাখার অভিযোগ। অভিযোগ স্থানীয় বৃহন্নলার বিরুদ্ধে। খেতে না পেয়ে এবং ঢোলের আওয়াজে শিশু মৃত্যুর অভিযোগ। মানিকচক থানার বাঙালগ্রামের ঘটনায় চাঞ্চল্য। বৃহন্নলার বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের। গ্রেফতার অভিযুক্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঙালগ্রামের বাসিন্দা মাম্পি মাঝি গত ২৯ অক্টোবর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তিন সন্তানের জন্ম দেন। বর্তমানে ওই তিন সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন তিনি। গতকাল ওই সন্তানদের শুভ কামনায় তার বাড়িতে হাজির হন এক স্থানীয় বৃহন্নলা। তিনি বারশো টাকা দাবি করেন বলে অভিযোগ। দাবি মতো টাকা না দিলে একটি শিশুকে তিন ঘণ্টা ধরে নিজের কাছে আটকে রাখার অভিযোগ। খেতে না পেয়ে ও ঢোলের আওয়াজে শিশুটি মারা যায় বলে অভিযোগ পরিবারের। ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে ছুটে যায় মানিকচক থানার পুলিশ। অভিযুক্ত বৃহন্নলাকেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।