খণ্ডঘোষের নাড়িচা গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা।

লুতুব আলি, নতুন গতি : খণ্ডঘোষের নাড়িচা গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের নাড়িচা গ্রামে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। আয়োজক বর্ধমানের বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। সহায়তায় ছিল টেরেসা মেমোরিয়াল হসপিটাল। এই স্বাস্থ্য শিবিরটি অনুষ্ঠিত হয় নারিচা গ্রামের মিলন মেলা উৎসব প্রাঙ্গনে। উপস্থিত ছিলেন টেরেসা হসপিটালের বিশিষ্ট চিকিৎসকেরা। সম্পূর্ণ বিনামূল্যে প্রায় একশো জন গ্রামবাসীর বিনামূল্যে ইসিজি, ব্লাড প্রেসার, সুগার পরীক্ষা করা হয়। ডায়েটিশিয়ানরা সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য বিভিন্ন রকম পথ্যের পরামর্শ দেন। ডায়েটিশিয়ান লাবনী ভট্টাচার্য জানান, কম খরচে আমাদের ঘরের খাবার দিয়েই অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। এমন আয়োজনে গ্রামবাসীরাও ভীষণ খুশি হয়েছেন। গ্রামের বাসিন্দারা জানান, এমন আয়োজন প্রত্যেক গ্রামে, গ্রামে হওয়া দরকার। এই ব্যাপারে সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, স্বাস্থ্যই হল মানুষের সম্পদ।সাধারণ মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলার উদ্দেশ্যেই সারা বছর ধরেই বিভিন্ন গ্রামে আমরা এরকম উদ্যোগ নিয়ে থাকি। ওষুধের সঙ্গে উপযুক্ত সুষম খাদ্য দিয়ে থাকি। ওষুধের সঙ্গে সঙ্গে উপযুক্ত খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য ভীষণ জরুরী। মানুষকে সুস্বাস্থ্যের জন্য সচেতনতা গড়তে পারলে কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন, দুস্থ ও সাধারন মানুষের এক প্রকার অভিভাবক হয়ে দাঁড়িয়েছে এই সংস্থাটি। সমগ্র বছর ধরে মানুষের পাশে থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মেলা কমিটির কোষাধ্যক্ষ হারাধন ঘোষ বলেন, স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগ গ্রামের মানুষদের সুস্থতার পথের সঠিক দিশা দেখালো। মেলা কমিটির সাধারণ সদস্য অরূপ ঘোষ বলেন, আমাদের গ্রামে মানুষদের স্বাস্থ্য সচেতন করার জন্য এরকম স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন আগে কোনদিন হয়নি। এটার ভীষণ প্রয়োজন ছিল। শিবিরে সংস্থার পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৈতালি ঘোষ, মোনালিসা যশ, সৃজা দে, নার্গিস লায়েক সহ অন্যান্য সদস্যরা।