কফি হাউসের আড্ডায় কামিনী রায়ের জন্মদিন পালন।

লুতুব আলি : কিংবদন্তি সংগীত শিল্পী মান্না দের বিখ্যাত গান কফি হাউসের আড্ডাটা আজ আর নাই …. এই গানের কথাগুলি যথার্থ সত্যতা বাস্তবিকভাবে পরিলক্ষিত হলেও ম্লান হয়ে যাওয়া দিনগুলি ও ব্যক্তিত্বদের স্মরণ করিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। এই মঞ্চের কর্ণধার তথা সম্পাদক চন্দ্রনাথ বসু ১২ অক্টোবর মহীয়সী নারীবাদী লেখিকা স্বাধীনতা সংগ্রামী কামিনী রায়ের ১৫৮ তম জন্মদিন কফি হাউসের অন্দরে একপ্রকার আড্ডার ছলে আলোচনায়, গান, কবিতায় স্মরণ করলেন। উল্লেখ্য, এদিন পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ শিয়ালদহে বিশিষ্ট কবি পৃথ্বীরাজ সেনের বাসভবনেও কামিনী রায়ের জন্মদিনটি পালন করে। কবি পৃথিরাজ সেন কামিনী রায়ের জীবন ও আদর্শ নিয়ে আলোকপাত করেন। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ এই ধরনের একটি মহতি অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজক চন্দ্রনাথ বসুকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। এক সাক্ষাৎকারে চন্দ্রনাথ বসু বলেন, ব্রিটিশ আমলে ভারতের প্রথম মহিলা স্নাতক এবং নারীবাদী লেখিকা কামিনী রায় এক উজ্জ্বল জ্যোতিষ্ক। বর্তমান প্রজন্মের কাছে তাঁর জীবন, আদর্শ ও ত্যাগকে বেশি করে তুলে ধরা দরকার। এ দিনের দুটি অনুষ্ঠান নিয়ে আক্ষরিক অর্থে প্রাণবন্ত হয়ে উঠেছিল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন বিশিষ্ট কবি ও সঞ্চালিকা মধুমিতা ধূত, নৌকা পত্রিকার সম্পাদক অমলেন্দু বিশ্বাস, দেবিকা বন্দ্যোপাধ্যায়, অভিপ্সা মজুমদার, নিপা চক্রবর্তী, ড. সীমা রায়, ড. এসদাদ হোসেন, তমা কর্মকার প্রমুখ।