আইপিএল-এর ধাঁচেই হল ডিপিএল

নিজস্ব প্রতিবেদক:-আইপিএল টি২০-র ক্রিকেটের উন্মাদনা এবার ছুঁয়ে গেল হাবড়া- অশোকনগরে। আইপিএল-এর ধাঁচেই হল ডিপিএল । ডিপিএল অর্থাৎ টি২০ ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে ক্রিকেটজ্বরে ভুগছেন হাবড়া-অশোকনগরের ক্রীড়াপ্রেমী মানুষ। রীতিমতো আইপিএল-এর মতো স্থানীয় ও বহিরাগত ক্রিকেটারদের নিলাম করেই নিজেদের দলের শক্তিবৃদ্ধি করলেন ডিপিএল-এ অংশ নেওয়া ফ্রাঞ্চাইজি দলগুলো। হাবড়ার এক নামকরা হোটেলের ব্যাঙ্কোয়েট হলে হয়েছে ডিপিএল টি২০ টুর্নামেন্টের নিলাম পর্ব। নিলাম পর্ব ঘিরে ফ্রাঞ্চাইজি দলগুলোর মালিকদের উতসাহ ছিল চোখে পড়ার মতো। ব্লু হোয়েল, ইয়োলো বার্ড, পিঙ্ক প্যান্থার নামে তিন ফ্রাঞ্চাইজি অংশ নিয়েছিল এই ডিপিএল নিলাম পর্বে। তিন ফ্রাঞ্চাইজি দলের মালিক বাপি মন্ডল, বিজয় যাদব, সুমন দে, সন্দীপ সাহা, সৌম্যজিত দে ও বাপি ঘোষরা বহিরাগত ও স্থানীয় খেলোয়াড়দের নিলাম পদ্ধতিতে নিয়ে নিজেদের দল ভারি করলেন। মোট চার দিন ধরে অশোকনগর স্টেডিয়ামে চলে লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট পর্ব। প্রতিটি লিগ পর্বে সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের আলাদা আলাদা টিম করে খেলা চলে ডিপিএল টি২০ টুর্নামেন্টের। জুনিয়রদের লিগ পর্যায়ে খেলায় রানরেটের ভিত্তিতে প্রথমেই ফাইনালে খেলার ছাড়পত্র পায়ইয়োলো বার্ড টিম। ব্লু হোয়েল ও পিঙ্ক প্যান্থার টিমের সঙ্গে হাড্ডাহাডি লড়াইয়ে শেষমেষ জয়ী হয়ে ফাইনালে যায় ব্লু হোয়েল টিম। তার আগে অবশ্য সিনিয়র ব্লু হোয়েল ও পিঙ্ক প্যান্থার ফাইনালে প্রবেশ করেছিল৷ ডিপিএল টি২০ টুর্নামেন্টের দুটি ফাইনাল পর্বে জমজমাট আয়োজন রেখেছিলেন উদ্যোগক্তারা। খেলা শুরু হতেই দুই দলের খেলোয়াড় থেকে ফ্রাঞ্চাইজি মালিকরদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ফাইনাল খেলা শুরু হতেই বাউন্ডারি আর ওভার বাউন্ডারির ঝড় তুলেছিল জুনিয়র পর্যায়ের দুপক্ষের খেলোয়াড়রা। হাড্ডাহাডি লড়াইয়ের পর জুনিয়র পর্যায়ের প্রথম ফাইনালে ডিপিএল টি২০ টুর্নামেন্টে ব্লু হোয়েল কে হারিয়ে বিজয়ী হয় ইয়েলো বার্ড । পরবর্তী সিনিয়রদের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ব্লু হোয়েল পিঙ্ক প্যান্থার কে পরাজিত করে ডিপিএল প্রথমবার চ্যাম্পিয়ন হয়।আইপিএলের ধাঁচে ডিপিএল টি২০ টুর্নামেন্টের সফলতায় যথেষ্ট উচ্ছ্বাস দেখা গেল এই টুর্নামেন্টের মুল উদ্যোক্তা উদয়শঙ্কর দাসের গলায়। তিনি বলেন, এই ধরনের টুর্নামেন্ট খেলোয়াড়দের দক্ষতা আর মনোবল বাড়িয়ে তোলে। পাশাপাশি এধরনের খেলার মাধ্যমেই উঠে আসবে আগামাদিনের প্রতিভাধর ক্রিকেটাররা।