|
---|
আয়ুব আলি উওর২৪পরগনা : ১১ ই অক্টোবর মঙ্গলবার দুপুরে নৈহাটি ষ্টেশন থেকে আনুমানিক ৬০ লক্ষ টাকা সহ যুবককে গ্রেপ্তার করে নৈহাটি জি,আর,পি থানার পুলিশ। সারপ্রাইজ চেকিং চলাকালীন ঐদিন দুপুর সাড়ে ১২টা র সময় আপ কল্যানী লোকাল থেকে নামে ঐ যুবক। জি,আর,পি জানিয়েছেন যুবকটির নাম অভিষেক সোনার, তার বাড়ি টিটাগড়ে কাচকল। পুলিশ আরো জানায় যুবকটি ট্রেন থেকে নেমে ওভারব্রীজ দিয়ে একটি ব্যাগ হাতে পার হচ্ছিল , ব্যাগের মধ্যে ২০০- ৫০০ টাকার বান্ডিল দেখে তাকে পুলিশ গ্রেপ্তার করে, পুলিশ গ্রেপ্তার করার পর ব্যাগে আনুমানিক ৬০ লক্ষ টাকা আছে বলে জানা যায়, পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এ যুবকের স্বীকারোক্তি তে সে একটি সোনার দোকানে কাজ করে বলে জানিয়েছে এ যুবক। মালিকের কথা মত সেখানেই সে টাকা নিয়ে যাচ্ছিল, যেটাকা তার ব্যাগে সেটা ব্যবসায়ের,তবে তার সত্যতা যাচাই করছে নৈহাটি জি,আর,পি থানার পুলিশ। পুলিশ আরো জানায় সন্দেহজনক গ্রেপ্তার হওয়া যুবকের কাছে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়া য় আয়কর বিভাগের আধিকারিক দের খবর দেওয়া বলে জানিয়েছেন,ধৃত যুবক এত টাকা কোথা থেকে পেল, কোথায় নিয়ে যাচ্ছিল তার তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন।