|
---|
নিজস্ব সংবাদদাতা : জাতীয় গেমস এর ফাইনালে বিশ্বজিৎ ভট্টাচার্যের সোনার বাংলা দুর্দান্ত খেলে গোলের মালা পরিয়ে কেরলকে হারালো। বাংলার ফুটবলারদের সামনে কোন প্রতিরোধ করে তুলতে পারেনি কেরলের ফুটবলাররা।
ম্যাচ শুরুর প্রথম থেকেই অ্যাটাকিং ছিল বাংলার ফুটবলাররা।প্রথম হাফ এ তিনটি গোল করে এগিয়ে যায় বাংলা। তিনটি গোল করেন নরহরি শ্রষ্টা। ম্যাচের দ্বিতীয় হাফ এ রবি হাসদার গোলে আরো ব্যবধান বাড়ায় বাংলা। ম্যাচের অন্তিম লগ্নে পঞ্চম গোলটি করে অমিত ভট্টাচার্য। আরো কয়েকটি অবধারিত সুযোগ নষ্ট করে বাংলার ফুটবলাররা, সুযোগ পেলে উপযুক্ত ব্যবহার করলে আরো বেশি গোলের ব্যবধানে জয়ী হতো বাংলা।