করোনার ৩ ধরনের ভ্যাকসিনের দাম বেঁধে দিল কেন্দ্রীয় সরকার

নতুন গতি নিউজ ডেস্ক: করোনার ৩ ধরনের ভ্যাকসিনের দাম বেঁধে দিল কেন্দ্রীয় সরকার। ৭৮০ টাকায় কোভিশিল্ড দিতে পারবে বেসরকারি হাসপাতালগুলি। ১,৪১০ টাকায় কোভ্যাকসিন দিতে পারবে বেসরকারি হাসপাতালগুলি। ১,১৪৫ টাকায় দেওয়া যাবে স্পুটনিক।

    সার্ভিস চার্জ-জিএসটি নিয়ে ভ্যাকসিনের দাম বাঁধল স্বাস্থ্যমন্ত্রক। গতকালই টিকাকরণের সার্ভিস চার্জ ১৫০ টাকায় বেঁধে দেয় কেন্দ্র। নির্ধারিত দামের বেশি নিলেই কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি কেন্দ্রের।

    এদিকে, যে কোনও সংস্থার থেকে বেশি দামে করোনার ভ্যাকসিন কেনার বিষয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের বক্তব্য, করোনার ভ্যকসিন অনেক চড়া দামে মিডলম্যানরা বিক্রি করছে, এমন অভিযোগ এসেছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ভ্যাকসিন প্রস্তুতকারকদের থেকে ভ্যাকসিন কেনার পরামর্শ দেওয়া হয়েছে। অন্য এক প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, কোভিডের উত্‍স নিয়ে বাড়তি তথ্য দেওয়ার জন্য চিনকে আর চাপ দিতে তারা রাজি নয়।

    অন্যদিকে, ৬৩ দিন পর দেশে ১ লক্ষের নীচে নামল দৈনিক করোনা সংক্রমণ।  দৈনিক মৃত্যুর সংখ্যা ২ হাজারের কিছুটা বেশি। স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন।  গত ৬৬ দিনের মধ্যে সর্বনিম্ন।  একদিনে মৃত্যুর সংখ্যা ২ হাজার ১২৩। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৯৬ হাজার ৪৭৩।  এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯ জনের।  দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে হয়েছে ১৩ লক্ষ ৩ হাজার ৭০২। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৭৩ লক্ষ ৪১ হাজার ৪৬২ জন। একদিনে সুস্থতার সংখ্যা ১ লক্ষ ৮২ হাজার ২৮২।

    ৩৬ দিন পর রাজ্যে করোনায় একদিনে ১০০-র নীচে নামল মৃত্যু। এদিন স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৯৮ জনের। ৩৬ দিন আগে ৩ মে রাজ্যে করোনায় মৃত্যু পরিসংখ্যান ছিল ৯৮। স্বাস্থ্য দফতরের আজকের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৭ জন।