মালদা হাসপাতালে অস্থায়ী ৫০ সাফাইকর্মীকে আগাম কোনও বিজ্ঞপ্তি ছাড়াই হঠাৎ কাজ থেকে ছাটাই করা হয়

নতুন গতি ওয়েব ডেস্ক: মালদা অস্থায়ী ৫০ সাফাইকর্মীকে আগাম কোনও বিজ্ঞপ্তি ছাড়াই হঠাৎ কাজ থেকে ছাটাই করা হয়। তারই প্রতিবাদে এদিন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক ভবনে বিক্ষোভ দেখান মালদা বাসফোর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন কমিটির সদস্যরা। সদস্যদের দাবি, আতঙ্কের প্রহরে লকডাউনে সময় মানুষের সেবার কাজে যাঁরা প্রথম এগিয়ে এসেছিলেন, তাঁরা এই সাফাইকর্মীরা। অথচ কাজ শেষে কোনও নির্দেশিকা ছাড়াই ৫০ জন সাফাইকর্মীকে সরিয়ে দেওয়া হল। এর আগে ৮ দফা দাবিতে এমএসভিপি-‌র কাছে স্মারকপত্রও জমা দেওয়া হয়। শুক্রবার ওই ৫০ জন কর্মীর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কর্তৃপক্ষের। অথচ এখনও সিদ্ধান্ত নিয়ে উঠবে পারেন নি। এর প্রতিবাদে বিক্ষোভ বলে জানা গেছে। পাশাপাশি ওই ছাটাই হওয়া কর্মীদের অবিলম্বে কাজে ফিরিয়ে না নেওয়া হলে সাফাইকর্মীরা শনিবার থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন। স্থায়ী ও অস্থায়ী সাফাইকর্মীরা এতে সামিল হবেন। এ বিষয়ে নর্থ বেঙ্গল বাসফোর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন মালদা কমিটির সাধারণ সম্পাদক লবকুমার মৌলিক বলেন, ‘‌ওই ৫০ জন কর্মীকে বিনা বিজ্ঞপ্তিতে ছাটাই করা হয়েছে। এখন কর্তৃপক্ষ বলছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে, তা হতে পারে না। ওই ৫০ পরিবার এখন না খেয়ে মরতে বসছে, ওঁদের কিছু হয়ে গেলে, তার দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে।’‌