“দ্য ডোমকল কলিং”-এর আসরে চাঁদের হাট 

“দ্য ডোমকল কলিং”-এর আসরে চাঁদের হাট

     

     

    নিজস্ব সংবাদদাতা, ডোমকল: গত ২৫ ডিসেম্বর শুক্রবার ডোমকল বাজার ব্যবসায়ী সমিতির হলে সাড়ম্বরে প্রকাশিত হল ‘দ্য ডোমকল কলিং’ পত্রিকার প্রথম বর্ষের ষষ্ঠ সংখ্যা। এই সংখ্যায় কবিতা, গল্প, সাংস্কৃতিক সংবাদের পাশাপাশি বিশিষ্টদের মুখ দিয়ে দাবি তোলা হয় ‘ডোমকল মহকুমা বইমেলা’ পুনরায় চালু করার ব্যাপারে । সেখানে সরব হয়েছেন প্রাক্তন আইপিএস ও সাহিত্যিক ড. নজরুল ইসলাম, সাহিত্যিক আবুল বাশার, সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপ্ত অনুবাদক মবিনুল হক প্রমুখ। সাহিত্য পাঠ, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হয় কবি এম এ ওহাব সম্পাদিত কবিতা সংকলন ‘শব্দঘুড়ির আকাশ’। সাম্প্রতিক অতীতে ডোমকলে এমন সমৃদ্ধ অনুষ্ঠান হয়নি বলে দাবি সাহিত্যিক কুলের। অনুষ্ঠানে সভামুখ্যের দায়িত্ব পালন করেন কবি ও গল্পকার এম নাজিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের সভাপতি চন্দ্রপ্রকাশ সরকার মহাশয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন প্রাচী কুন্ডু। বিশিষ্ট কবি অরু চট্টোপাধ্যায়ের কবিতা বিষয়ক আলোচনা শ্রোতাদের মুগ্ধ করে। বিশিষ্ট কবি সন্দীপ বিশ্বাস, গল্পকার ও ঔপন্যাসিক সিরাজুল ইসলাম, আবার এসেছি ফিরে পত্রিকার সম্পাদক ও কবি এবাদুল হক, কবি ও গল্পকার তাপসী ভট্টাচার্য্য, গল্পকার ও ঔপন্যাসিক এম সদর আলী প্রমুখ ব্যক্তিত্বের উপস্থিতি সভাটিকে আলোকিত ও সমৃদ্ধ করে। গুচ্ছ কবিতা পাঠ করেন সমরেন্দ্র রায় । গল্প পাঠ করেন সামশুল আলম মহাশয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি সাহিত্যিকবৃন্দ। কবি সামশুল হক আজাদ, আমিনুল ইসলাম,চিত্রা দত্ত,, গল্পকার কালাম শেখ, মোর্তজা খোন্দকার প্রমুখ।

    সাহিত্য বাসরে নতুনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নবীন ও প্রবীণ কবিদের স্বরচিত কবিতাপাঠ দ্যোতনা আনে অনুষ্ঠানে। অনবদ্য আবৃত্তি করেন মৌপর্ণা পাল, শান মিস্ত্রি, সিরিনা পারভিন আনসারী ও সহেলী আনসারী। অসাধারণ সংগীত পরিবেশন করেন রীতম বিশ্বাস ও সায়ন্তী সিনহা। প্রধান অতিথি চন্দ্রপ্রকাশ সরকারের কথায়, “যেখানে ডোমকল প্রায়শই রাজনৈতিক অস্থিরতার জন্য খবরের শিরোনামে থাকে, সেই ডোমকল মহকুমাতেই এম এ ওহাবের হাত ধরে যেভাবে সাহিত্যের বীজ রোপিত হচ্ছে নবীনদের মধ্যে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি এই পত্রিকার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।” সব শেষে সভামুখ্য এম নাজিম পত্রিকার সম্পাদক এম এ ওহাব,নির্বাহী সম্পাদক ইসা আনসারী সহ পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন কবি ও অধ্যাপক বিভাস বিশ্বাস মহাশয়।