|
---|
নিজস্ব সংবাদদাতা, মালদাঃ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। বৃহস্পতিবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে মৃত ওই বৃদ্ধার নাম মিনু কর্মকার (৬৯)। তার বাড়ি মালদা জেলার ইংরেজবাজার শহরের কৃষ্ণকালীতলায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় বাড়িতে একাই ছিলেন মিনু দেবী সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ তিনি বাড়িতে সন্ধ্যাবাতি দিচ্ছিলেন। সে সময় ধূপকাঠি থেকে তার শাড়িতে আগুন ধরে যায়। সন্ধ্যা সাতটা নাগাদ তার ছেলে পেশায় দিনমজুর রাজু কর্মকার বাড়ি ফিরে দেখতে পান ঘরে তার মা দাউ দাউ করে জ্বলছে। আগুন নিভিয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজু মাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । বৃহস্পতিবার ভোরে মিনু দেবী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। এই ঘটনায় কৃষ্ণকালিতলা এলাকা শোকের ছায়া নেমে এসেছে।