দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটগণনা,৫৮টি গণনা কেন্দ্রে থাকছেন ১৫৫ কাউন্টিং অবজার্ভার

জাহির হোসেন মন্ডল, কলকাতা: দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটগণনা। রাজ্যের ৫৮টি ভোট গণনাকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে ৷ ১৪৪ থেকে বাড়িয়ে ১৫৫ কাউন্টিং অবজার্ভার রাখা হয়েছে এবারে৷ ভোটগণনায় এত অবজার্ভার এই প্রথম বার ৷

    ৪টি গণনা হলের দায়িত্বে থাকবেন একজন অবজার্ভার ৷ আগে ইভিএম গণনা হবে ৷ তারপর মেলানো হবে ভিভিপ্যাটের স্লিপ ৷ ১টি বিধানসভার ৫টি বুথের ভিভিপ্যাট গণনা করা হবে ৷ পাশাপাশি, ১টি লোকসভার ৩৫টি ভিভিপ্যাট গোনা হবে ৷ এবার রাজ্যে ভোটগণনায় ২৫ হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছে৷

    গত মঙ্গলবার বিজেপি বিরোধী ২২টি দলের নেতারা কমিশনের কাছে দাবি জানিয়েছিলেন, এবার বিধানসভা কেন্দ্রপিছু যে ৫টি ভিভিপ্যাট গোনার সিদ্ধান্ত হয়েছে, সেগুলি ইভিএম গোনার আগেই গুনে ফেলা হোক। যদি দেখা যায় সংশ্লিষ্ট ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের ফলে ফারাক রয়েছে ৷ তাহলে ওই কেন্দ্রের সব ক’টি ভিভিপ্যাটের স্লিপ গোনা হোক।