|
---|
নূর আহমেদ, মেমারি : ৮ ই মে,মেমারির বিজরা গ্রামের পার্টি র প্রতিষ্ঠাতা প্রয়াত কমরেড শ্যামাপদ মণডলের তিন কন্যা ছবি মণডল, ছায়া মণডল, ও মায়া মণডল ,রেড ভলেন্টিয়ার অশোক সিং , সঞ্জয় দেবের হাতে করোনা আক্রান্ত মানুষের সাহায্যার্থে ৩০ হাজার টাকা দান করলেন । এ ছাড়াও আমাদপুর গ্রামের এক ব্যাক্তি নাম প্রকাশে অনিচ্ছুক তিনিও ২০০০/০০ , টাকা দান করেন। এই করোনা আবহের ভয়ঙ্কর সময়ে মেমারি রেড ভলেন্টিয়ার রাও ছুটে বেড়াচ্ছেন মানুষের সেবায়। তারা তাদের জীবনের ঝুকি নিয়ে এই কাজ করে চলেছেন। করোনা রোগী দের অক্সিজেন অভাব দূর করতে প্রয়োজনীয় সামগ্রী তাদের কাছে নেই । তাই বিজরা গ্রামের তিন কন্যার পক্ষ থেকে করোনা আক্রান্ত দের পাশে থাকার জন্য অক্সিজেন ও অন্যান্য সামগ্রী কেনার জন্য নগদ ৩০ হাজার টাকা তাদের বিজরা গ্রামের নিজ বাসভবন থেকে রেড ভলেন্টিয়ারদের দান করলেন ।
ফটো ক্যাপশন, মঙ্গলবার মেমারির বিজরা গ্রামে আর্থিক অনুদান রেড ভলেন্টিয়ারদের দিলেন ।