|
---|
শেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি:-করোনা পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার প্রায় প্রথম দিকে থেকেই নিজেদের সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় বিভিন্ন পর্যায়ে ত্রাণকার্য্য চালাচ্ছে মেদিনীপুর শহরের তুলনামূলক ভাবে বয়সে নবীন স্বেচ্ছাসেবী সংগঠন মাণিকলাল দাস মেমোরিয়াল ফাউন্ডেশন। সংগঠনের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ ও রান্না করা খাবার বিতরণের একাদশতম পর্যায়ে রবিবার সকালে সংগঠনের নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার কনকাবতী গ্রাম পঞ্চায়েত এলাকায়।এখানে মোট ৮০ টি পরিবারের হাতে আলু, পেঁয়াজ, বিভিন্ন মশলা, লবণ, সোয়াবিন,ডিম সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়।
দুদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ডঃ নকুল মন্ডল, সঞ্জয় মান্না, স্বস্তিক শাসমল, অনির্বাণ সাঁতরা,প্রভাত দাস, কৌশিক সাহা, সঞ্জয় বিশ্বাস,দেবালয় নন্দী প্রমুখ। সংগঠনের সম্পাদক নকুল মন্ডল জানান, সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় তাঁরা আগামী দিনেও আরও কিছু মানুষের পাশে দাঁড়াতে চান।