|
---|
সেখ সামসুদ্দিন, ৩১জানুয়ারিঃ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের অমরপুরের রায় বাহাদুর মন্মথ পালের স্মৃতির উদ্দেশ্যে কৃষি, পুষ্প, হস্তশিল্প মেলা শুরু হয় আজ, চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আজকের এই মেলা উদ্বোধন করেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি ও জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, আই এন টি টি ইউ সির সভাপতি তাবারক আলী মন্ডল, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিজন গঙ্গোপাধ্যায়, স্থানীয় হাই স্কুলের প্রধান শিক্ষক গৌতম চ্যাটার্জী, সহ স্থানীয় বিশিষ্ট মানুষরা। সাতদিন ব্যাপী এই মেলায় এক দিকে যেমন রয়েছে কৃষি, পুষ্প ও হস্ত শিল্প প্রদর্শনী থাকছে সঙ্গীত, নৃত্য, বসে আঁকা, কুইজ সহ বিভিন্ন প্রতিযোগিতা, থাকবে যত্রানুষ্ঠান। এই উপলক্ষ্যে করা হবে রক্তদান শিবির। এই সৃজনি উপলক্ষ্যে বসেছে মেলা। সাতদিন ধরে আনন্দ অনুষ্ঠানে মেতে থাকবে এলাকার মানুষ।