|
---|
আজহারউদ্দিন : হামারী করোনা ভাইরাস নিয়ে মানুষ চিন্তিত সঠিক ভাবে কোন দিশা দেখতে পাচ্ছেন না,এবং দ্বীতীয দফায় লকডাউন বৃদ্ধি হওয়ার ফলে দিন আনা খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ ও তাদের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়া খুবই কঠিন হয়ে পড়েছে, তখন এগিয়ে আসেন স্বেচ্ছাসেবী সংস্থা হুগলি র খানাকুলের মাডোখানা ওয়েলফেয়ার সোসাইটি র সম্পাদক মতিয়ার রহমান বাপি ও অন্যান্য সদস্যরা, লকডাউন হওয়ার পর থেকে নীরবে মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে চলেছেন মাডোখানা ওয়েলফেয়ার সোসাইটি। এদিন এলাকার ৫০০দুঃস্থ মানুষের মধ্যে চাল ,আলু ,পিযাজ ,ডাল, সয়াবিনও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, লকডাউন যতদিন চলবে ততদিন আমরা সাধ্যমত সমস্ত মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি বলে জানান কর্ম কর্তারা, লকডাউন সফল করতে হলে আমাদের সামাজিক দুরত্ব বজায় রাখা ও সর্বদা মাস্ক পডা, সানিটাইজারী দিয়ে হাত ধুযাএবং
রাজ্য সরকারের নির্দেশ মেনে চলতেহবে এই মহামারী ভাইরাস এর বিরুদ্ধে, তাহলে সফল হবে বলে জানান সম্পাদক মতিয়ার রহমান ।