কাঠিয়া ও মুখলিশপুরের হারিয়ে যাওয়া ছেলে দুটোকে পরিবারের হাতে তুলে দেওয়া হল,খুশির হাওয়া পরিবারে।

মোহাম্মদ রিপন, নতুন গতি : ২/১১/১৮ তারিখ হাওড়া স্টেশনে চাইল্ড অফিসারদের হাতে ধরা পড়া জিশান ও মিশনকে অবশেষে বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হল। দ্রারিদ্রতার কবলে পড়া দুই ছেলের পড়াশুনার ছেদ পড়তেই বাহির গিয়েছিল, কাজের সূত্রে কোলকাতা।কিন্তু কাজে যাওয়া হয়নি। তাদের ধরে হাওড়া বাগনান হোমে রাখা হয়।  দুইটি ছেলের খোঁজ না পেয়ে দুই পরিবারে হতাশা আর কান্নাকাটি নেমে আসে। দুই মায়ের কান্না সবকিছু এলোমেলো করে দিয়েছিল। অবশেষে সমাজসেবী মহঃ শহিদুল্লাহ, খাজা সাহাববদ্দিনদের  মতো মানুষদের ১৮ দিন লড়াইয়ের পর ছেলে দুটোকে উদ্ধার করে তাদের মায়ের হাতে তুলে দেওয়া হল। খুশির হাওয়া পরিবারে। শহীদুল্লাহ বাবুর কথায় খাজা সাহাবদ্দিন, ডাক্তার মান্নান, আবসার হার না মানা জেদ আমাকে মুগ্ধ করেছে। আমি দোয়া করি ওই ছেলে দুটোকে তারা যেন মানুষের মতো মানুষ হয় আর আমার প্রিয় চার সেই নির্ভীক সৈন্যকে।যারা প্রমান করে দিয়েছে মানবতার জয় সবসময় হয় এবারো হল।সাথে ছেলে দুটোর সম্পূর্ণ পড়াশুনার খরচ বহন করবে নিন্দা ও প্রতিবাদ সংস্থা।