|
---|
- মোঃ নাওয়াজ শরীফ, নুতুন গতি-” হাঁটো বাংলা হাঁটো ” রোজ হাঁটুন, ডায়াবেটিস প্রতিরোধ করুন। বর্তমান বিশ্বে ডায়াবেটিস রোগ বিভন্ন সমস্যা সৃস্টি করছে মানবজীবনে। ডায়াবেটিস রোগ সচেতন সম্পর্কে পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হলো ” জিডি হাসপিটাল অ্যান্ড ডায়াবেটিক ইনস্টিটিউট এর পরিচালনায়।
আজ রবিবার ২৫ নভেম্বর সকাল দশ ঘটিকাই অরাঙ্গাবাদ পতাকা বিড়ি কারখানা থেকে অরাঙ্গাবাদ হাই স্কুল পর্যন্ত পথযাত্রার সূচনা হয় । এই পথযাত্রাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার জলসা নিবেদিত “ভজ গোবিন্দ” সিরিয়াল এর অভিনেতা রোহান ভট্টাচার্য, বাংলা সিনেমার অভিনেতা রাহুল ব্যানার্জী ও জিডি হাসপিটাল অ্যান্ড ডায়াবেটিক ইনস্টিটিউট এর সিইও মুশরেফা হোসেন।
এছাড়াও ছোট ছোট শিশু থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ, স্কুল এর ছাত্র-ছাত্রী, সমাজের সর্বস্তরের মানুষ উৎসাহের সাথে পদযাত্রাতে অংশগ্রহন করেন। আজকের আয়োজনে প্রায় পাঁচ হাজারের ও বেশি লোক পায়ে পা মেলান। তাদের মধ্যে জিডি গ্রুপ এর সিই মোতাহার হোসেন ও বেস আন-নূর মডেল স্কুল এর সম্পাদক খাদেমুল ইসলাম মহাশয়কে ও কেন্দ্র মন্ত্রী জাকির হোসেন মহাশয়কে আমরা দেখতে পাই।