|
---|
সেখ মহম্মদ ইমরান,নতুন গতি:-করোনা পরিস্থিতিতে লকডাউনে সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির(এবিপিটিএ) নেতৃত্বে এগিয়ে এলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকাবৃন্দ। রবিবার সকালে সংগঠনের মেদিনীপু সদর গ্রামীন চক্রের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত কনকাবতী-৪ নং গ্রাম পঞ্চায়েতের কনকাবতী গ্রামে।
কনকাবতী গ্রামের ১৩০ টি কর্মহীন, দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে এবিপিটিএ”র পক্ষ থেক আলু,পেঁয়াজ, মুড়ি,মুসুর ডাল,বিস্কুট, সরিষার তেল, সাবান, সোয়াবিন, নুন, হলুদ গুড়ো ,লঙ্কা গুড়োর প্যাকেট সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ত্রাণ সামগ্রী হিসেবে তুলে দেওয়া দেন। গুড়গুড়িপাল থানার সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রান বন্টন প্রক্রিয়াটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মেদিনীপুর সদর গ্রামীণ চক্রের সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সদর গ্রামীণ চক্রের সম্পাদক দেবজিৎ মিশ্র, শিক্ষক নেতৃত্ব উদয় বেরা, সুজিত পাত্র, নিরঞ্জন মাঝি, হরমোহন মাহাতো, অমলেশ পড়িয়া, সুজয় সিং, উত্তম বারিক প্রমুখ। ত্রাণকার্য্য পরিচালনায় বিশেষ ভাবে সহযোগিতায় করেন ওই এলাকার বাসিন্দা গোষ্ঠ বেরা ও নির্মল বারিক।ত্রাণ বিতরণে যোগ দিতে এসে সম্পাদক দেবজিৎ বাবু বলেন- “কনকাবতী গ্রামের প্রায় ১৩০ টি দুঃস্থ পরিবারের হাতে আমরা অল্প কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দিলাম, সাধারণ খেটে খাওয়া এই পরিবার গুলোতে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, লক ডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষগুলোর কাছে কিছুটা সাহায্য পোঁছে দিতে পেরে আমরা আনন্দিত। ” তিনি আরও জানান নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদর গ্রামীণ চক্র লকডাউনের দিন গুলোতে এইভাবেই গ্রামে গ্রামে দু:স্থ মানুষের পাশে নিয়মিত দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। তাছাড়া কোনো দুঃস্থ ও অসহায় পরিবার যদি এই দুর্দিনে প্রয়োজনীয় ঔষুধ কিনতে না পারে সংগঠনের সদর গ্রামীন চক্র সর্বতো ভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে ।