সেই যোদ্ধার কাহিনী শুনে জান, যে ব্রিটিশ সরকারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ভারতবর্ষে সর্ব প্রথম ১৯২১ সালে এক স্বাধীন রাজ্য বানিয়েছিল

নতুন গতি, ওয়েব ডেস্ক : ভারতে মুসলিমরা আসার পূর্বেই শুধু নয়, ব্রিটিশ আমলেও দেশের নানান জায়গায় ব্রাহ্মণ শাসন চালিয়েছে ব্রাহ্মণরা, ঠিক তেমনি কেরল এর Malabar নামের এক জায়গায় ব্রিটিশ ও ব্রাহ্মণ জমিদার দের নির্যাতন চলতো, এমন অবস্থায় ব্রাহ্মণ জমিদার দের বিরুদ্ধে একটা Movement তৈরি হয় – Mopillas Movement, এবং ব্রিটিশদের বিরুদ্ধে দুটো movement এই Malabar এ স্থাপিত হয়ে যায়, 1 – Noon-Cooperation movement এবং Khilafat Movement.

     

    Noon-Cooperation Movement এর সাথে জড়িত ছিল বহু Congress নেতা, Even মহাত্মা গাঁধী নিজেও গিয়েছিলো এই Malabar এ, আর Khilafat Movement এর System ছিল ইসলামিক, তাঁরা যুদ্ধ করতো ইসলামিক নিয়মে, আর এই Khilafat Movement এর প্রধান Leader বা কমান্ডার ছিল এই – Variankunanth Kunhamad Haji

    একটা পর্যায়ে এসে এই 3 টা Movement এক সাথে লড়াই করতে লাগে, ব্রিটিশ ও ব্রাহ্মণ জমিদার দের বিরুদ্ধে, যদিও প্রথম থেকেই এই 3 টা Movement যৌথ ভাবে ছিল – হিন্দু মুসলিম এক হয়ে, কিন্তু এই ব্রাহ্মণ জমিদার ও গাদ্দার মুসলমান ও হিন্দুদের কারণে এই বিদ্রোহ সাম্প্রদায়িক রূপ নিয়ে নেই, ব্রিটিশ সরকার এখানে Divided Rule Policy লাগু করে দেই ।

     

    ব্রাহ্মণ জমিদার ও গাদ্দার হিন্দু ও মুসলমান এই Movement এর গোপন তথ্য ব্রিটিশদের কাছে দিতে থাকে, যার ফলে একের পর এক Khilafat এর leader দের গ্রেফতার করতে থাকে ব্রিটিশরা।

    গাদ্দার দের সহযোগিতায় 22 আগস্ট 1921 সালে Malabar এর এক জুমা মসজিদে হামলা করে দেই ব্রিটিশ সরকার, এবং এই দিন থেকে Khilafat Movement এর দ্বারা বিশাল বড় বিদ্রোহ শুরু হয়ে যায় – 8 দিন অনবরত লড়াই চলে – Kunjahammed haji-ইর নেতৃত্বে ব্রিটিশ পুলিশ স্টেশন কোর্ট রেজিস্ট্রার অফিস ও ব্রিটিশদের যাবতীয় অফিস ভেঙে চুরমার করে দেই, ব্রিটিশ সরকার কে পরাজিত করে দেই, এবং 28 August 1921 সালে Malabar কে এক স্বাধীন রাজ্য ঘোষণা করে Kunjahammed Haji, যেই রাজ্যের নাম ছিল – Malayala Rajyam

    সারা ভারত যখন ব্রিটিশদের দখলে ছিল তখন 28 আগস্ট 1991 থেকে 6 মাস এক স্বাধীন রাজ্য পরিচালনা করে Kunjahammed হাজি।

    এই স্বাধীন রাজ্য ঘোষণা হওয়ার পূর্বে ব্রাহ্মণ জমিদার দের দলিত মেয়েদের স্তন ডাকতে গেলে tax লাগতো, নিচু জাতির হিন্দুদের উপর নানান রকম Tax system ছিল এই ব্রাহ্মণদের, মুসলিম ও হিন্দু উভয়কে জমিতে চাষ করতে গেলে ভিন্ন Tax ছিল – যাবতীয় নির্যাতন বন্ধ করে দেয় ও সকলের সমান অধিকার দিয়ে 6 মাস এক স্বাধীন রাজ্য পরিচালনা করে Kunjahammed Haji, এই Haji ছিলোনা কোনো সুলতান ছিলনা কোনো রাজা, এক সাধারণ মানুষ হয়েই পরিচালনা করে।

    এই সময়ে Khilafat Movement এর Army ছিল 75.000 ( 75 হাজার) যা ব্রিটিশদের ছিল না সেই সময়ে, 60.000 আর্মি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে থাকা Solders ছিল যারা ব্রিটিশদের হয়ে লড়াই করেছিলো, আগামীতে তারা Kunjahammed haji ইর Khilafat Movement এ যুক্ত হয়ে যায়।

     

    ব্রিটিশদের ধুলোই মিশিয়ে দেওয়ার সাথে সাথেই এই Khilafat Movement – Malabar এর যাবতীয় গাদ্দার হিন্দু এবং মুসলিম উভয় কে হত্যা করে, যারা ব্রিটিশদের সাহায্য করেছিলো, এবং এখানে এক বড় দাঙ্গা সৃষ্টি হয় যার কারণ ছিল ব্রাহ্মণ জমিদার ও ব্রিটিশ divided rule policy ।

    এই দাঙ্গায় অসংখ্য হিন্দু মারা যায়, এবং মহিলাদের ধর্ষণ হয় – ব্রিটিশরা গোপনে এই দাঙ্গায় অংশগ্রহণ করে এবং সম্পূর্ণ দোষ Khilafat Movement এর উপর চাপিয়ে দেই, দিয়ে পুরো বিষয় কে সাম্প্রদায়িক রং লাগিয়ে দেওয়া হয়, Khilafat Movement কে হিন্দু বিরোধি ঘোষণা করে দেই।

    এবং হিন্দু মুসলমানে এক বিশাল বড় দাঙ্গা লেগে যায়। 15th of September 1921 সালে মহাত্মা গাঁধী আবার Malabar যায়, এবং সেখানে গিয়ে তিনি বলেন – Mopla দাঙ্গার জন্য হিন্দুরা দায়ী, মুসলিম দের খেয়াল রাখেনি হিন্দুরা, মুসলমানদের নিজের বন্ধু ভাবেনি। গাঁধী বলেন – তারা মুসলমান আল্লাহর উপর বিশ্বাসী, এবং তারা ইসলামের দেখানো পথেই যুদ্ধ করে, নিজের ধর্ম কে টিকিয়ে রাখার জন্য।

    এই দাঙ্গা নিয়ে বিবৃতি দেই – Communist ও কংগ্রেস – তারা বলে – Malabar এর এই এই যুদ্ধ – অসহায় গরিব কৃষক দ্বারা ব্রিটিশ ও জমিদার দের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে।

     

    Kunjahammed Haji-ইর নেতৃত্বে স্বাধীন রাজ্য চলতে থাকে – একদিন Kunjahammed Haji-ইর এক বন্ধুকে তার কাছে এক Massage নিয়ে পাঠায় ব্রিটিশ। তার বন্ধু এসে – Kunjahammed Haji কে বলে – যদি Haji ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করে তাহলে ব্রিটিশ Haji কে হত্যা করবে না, তারা Haji কে মক্কা পাঠিয়ে দেবে – Haji হাসতে হাসতে উত্তর দেই – আমি মক্কা কে ভালোবাসি, মক্কা আমার হৃদয়ে আছে কিন্তু আমি এই জমিতে জন্ম গ্রহণ করেছি এই জমিতে মৃত্যু বরণ করবো।

    বন্ধু চলে যায় – তার পর আর একদিন সেই বন্ধু পাঠানো হয় Haji-ইর কাছে, এবং লুকিয়ে লুকিয়ে পিছনে ব্রিটিশ আর্মি আসছিল – তার বন্ধু জানতো না যে পিছনে আর্মি আসছে – So সেই মুহূর্তে Kunjahammed Haji এক মসজিদে নামাজ পড়ার জন্য উজু করছিলো – যেই মুহূর্তে পা ধোয়ার জন্য হাত পা আর মুখ নিচু করে সেই মুহূর্তে Haji কে বন্দি করে দেই – মসজিদ থেকে নির্যাতন করতে করতে বাইরে নিয়ে আসে – জনতার সামনে ওনার মুচ ছিড়ে ফেলে দেই, সবার সামনে ভয়ংকর নির্যাতন করতে করতে নিয়ে যায়।

    কোর্টে পেশ করা হলে ওনাকে গুলি করে হত্যার আদেশ জারি হয় – মৃত্যুর পূর্বে তিনি 2 রাকাত নামাজ পড়তে চাই, এবং ওনাকে নামাজ পড়তে দেওয়া হয়, এবং এই মুহূর্তে ওনার বলে যাও দুটি ঐতিহাসিক কথা।

    মৃত্যুর পূর্বে তিনি ব্রিটিশ সরকার কে বলে – আমাকে পিছন থেকে গুলি করবে না, আমাকে সামনে থেকে গুলি করো, এবং আমার মুখ থেকে কালো কাপড় খুলে নাও, আমি দেখতে চাই সেই গুলি কি ভাবে আমার বুক টা চিরে যায়, আমি আমার জমিন দেখতে দেখতে মৃত্যু বরণ করতে চাই, এবং আমি যখন মাটিতে পড়ে যাবো তখন যেনো আমার গাল গুলো আমার দেশের মাটিতে ঠেকে থাকে।

    ওনার এই কথা শুনে সেখানে থাকা সকলের বুকে আগুন লেগে যায় – Kunjahammed Haji কে গুলি করার সাথে সাথেই সবাই ব্রিটিশদের উপর ঝাঁপিয়ে পড়ে – অসংখ্য মানুষকে হত্যা করে দেওয়া হয়, এবং প্রায় 45 হাজার Khilafat Movement এর আর্মি কে গ্রেফতার করে নেওয়া হয়, একটা ট্রেনের বঘ্যিতে করে Khilafat এর Solders দের নিয়ে যাওয়া হলে – অক্সিজেন বন্ধ করে সবাইকে ভেতরেই হত্যা করে দেওয়া হয়, ব্রিটিশ সরকার 3/4 ধরণের Army নিয়ে এসে Malabar কে ঘিরে নেই, এবং পুনরায় নিজের দখলে নিয়ে নেই।

    দেশের জন্য এতকিছু করার পরেও কিছুদিন আগে – Kunjahammed Haji সহ 388 জন Malabar এ শহিদ হওয়া Moplahs কে Dictionary of Martyrs of India’s Freedom Struggle. থেকে বের করে দেই – Indian Council for Historical Research (ICHR)

    মৃত্যুর পূর্বে Kunjahammed Haji ইর বলে যাওয়া সেই কথা – স্বাধীনতা যুদ্ধে মুসলমানদের হৃদয়ে আগুন জানানোর চিংগাড়ি হিসেবে ব্যবহৃত হয় – আর সারা পৃথিবী দেখে কি ভাবে – 61 হাজার 395 জন মুসলিম শাহাদাত এর বিনিময়ে দেশ স্বাধীন হয়।

    Kunjahammed Haji একটা চিঠি লেখে এবং অনুরোধ করে The Hindu পত্রিকা কে প্রকাশ করার জন্য – তিনি লেখেন – Malabar এর হিন্দু মুসলিম সম্প্রীতি বিচ্ছেদ হয়ে গেছে, এখানের অবস্থা ঠিক নেই, ব্রিটিশরা হিন্দুদের চাকুরীর লোভ দেখিয়ে গোপন তথ্য নিয়েছে তাদের থেকে, এবং আমাদের Movement এর অসংখ্য নেতা কর্মী যারা নিজেকে লুকিয়ে রেখেছিল তাদের গ্রেফতার করিয়ে দিয়েছে, এবং যেই কথা গুলো উঠে আসছে – মুসলিমরা জোর করে হিন্দুদের ধর্ম পরিবর্তন করছে তা সম্পূর্ণ মিথ্যা – সরকার দল ও সংরক্ষিত পুলিশ বিদ্রোহী দের সাথে ছদ্মবেশে মিশে গিয়ে এগুলো করেছে, এবং এই দাঙ্গার জন্য সম্পূর্ণ দায়ী – Nambudiri রা ( ব্রাহ্মণরা), তিনি লেখেন আমার কাছে অসংখ্য হিন্দু আশ্রয় নিয়েছে, তাদের পাহাড়ে রাখা হয়েছে, এবং অসংখ্য Moplahs আছে, ইসলামের নিরপরাধ নারী ও শিশু, তাদের স্থান ত্যাগ করার অনুমতি নেই, বিগত দেড় মাস ধরে নিরপরাধদের আটক ও শাস্তি ছাড়া আর কোনো উদ্দেশ্যই অর্জিত হয়নি, অনুরোধ এখানের আসল তথ্য পৃথিবীকে জানতে দিন, মহাত্মা গাঁধী, Malwana Abul Kalam Azad কে জানতে দিন।

    Kunjahammed Haji- ইর লেখা এই চিঠি – October 18, 1921 সালে প্রকাশ করে The Hindu পত্রিকা, তবুও আজকে ওনাদের স্বাধীনতা সংগ্রামী থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে।