“নোবেল পদক উদ্ধার করুক সিবিআই নাহলে রাজ্য দায়িত্ব নিতে রাজি” নীতিতে অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল পদক অবিলম্বে উদ্ধার করুক সিবিআই নাহলে রাজ্য দায়িত্ব নিতে রাজি” এই নীতিতে অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদল তৃণমূল।

    প্রসঙ্গত, ২০০৪ সালের ২৫ মার্চ সকালে জানা যায়, রবীন্দ্রভবনের সংগ্রহশালা থেকে নোবেল পদক চুরি হয়ে গিয়েছে। ছ’দিন পরেই তদন্তভার নেয় সিবিআই। সূত্রের অভাবে ২০১০-এর ৫ আগস্ট তদন্ত বন্ধ করার অনুমতি দেয় আদালত। ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা সত্বেও হয়নি লাভ।