|
---|
নূর আহমেদ,মেমারি : ১২ মার্চ মেমারি দেবীপুর শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের উদ্যোগে শ্রী রামকৃষ্ণ পল্লী চোটখন্ড দেবীপুর এলাকায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৯ তম জন্মতিথি উপলক্ষে একটি মন্দির উদ্বোধন হলো। উদ্বোধন করেন বেলুড় মঠের চারজন মহারাজ। মঙ্গলবার ভোর থেকে অখন্ড হরিনাম সংকীর্তন, পূজা ও হোমযজ্ঞ, গীতা পাঠ ও চন্ডীপাঠ করা হয়। দুপুরে ৩ হাজার ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয়। জানান দেবীপুর শ্রী রামকৃষ্ণ বিবেকান্দ আশ্রমের সম্পাদক রাজেশ্বর দাস। তিনি আরও জানান এবার থেকে মন্দিরে প্রতিদিনই পূজা পাঠ হবে।