চরৈবেতি বার্ষিক সাহিত্য সম্মেলন

মতিয়ার রহমান : চরৈবেতি বার্ষিক সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক মিলনোৎসব হয়ে গেল রাজগাঁজও মহামায়া হাই স্কুল (উচ্চ মাধ্যমিক) র সভাকক্ষে। সকাল সাড়ে দশটায় অতিথি বরণের পর আল ইকরা একাডেমির ছাত্রীদের গাওয়া সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত ভাষণ দেন চরৈবেতি পত্রিকার সম্পাদক কুদ্দুস আলি। চৌত্রিশ বছর ধরে সন্তান স্নেহে চরৈবেতিকে লালন পালন করে লিটলম্যাগাজিন আন্দোলনে একটি গৌরবময় জায়গায় পৌঁছে দিতে কিভাবে সক্ষম হয়েছেন তার ইতিহাস তুলে ধরেন তিনি।ইট কাঠ লাল মোড়াম আর কালো পাথরের ভেতরে যে এতো প্রাণ আছে তা প্রমাণ করেই ছেড়েছেন টিম কুদ্দুস আলি। শক্ত পাথরের বুকে ফুল ফুটিয়ে তোলার ব্রত নিয়ে কুদ্দুস আলি টিম চরৈবেতিকে সঙ্গে নিয়ে পথ হাঁটছেন। এ পথ চলাতেই তাঁর আনন্দ। আরও একবার এই আনন্দ যজ্ঞের স্বাক্ষী হয়ে রইলেন আজকের অনুষ্ঠানে উপস্থিত শতাধিক কবি সাহিত্যিক ও সাহিত্যানুরাগীরা। চরৈবেতি তার ঐতিহ্য ও পরম্পরা মেনে এবছরও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ টপারদের সম্বর্ধনা প্রদান করে। এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজন গুণী ব্যক্তিকে চরৈবেতি সম্মাননা প্রদান করা হয়। এদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন শিক্ষক ফাইজুল করিম, শিক্ষিকা হোসনে আরা বেগম, সাহিত্যিক দীনবন্ধু দাস, বিশিষ্ট আইনজীবী ও সাহিত্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল হাসিব ও গবেষক সম্পাদক শ্যামচাঁদ বাগ্দী। প্রত্যেককে ফুলের তোড়া, উত্তরীয়, মানপত্র, এক গুচ্ছ গ্রন্থ সম্ভার, কলম ও মিষ্টির প্যাকেট দেয়া হয়। সভায় চরৈবেতি পত্রিকার চৌত্রিশ বর্ষ বিশেষ নজরুল সংখ্যার মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি অধ্যাপক ড. চৈতন্য বিশ্বাস ও চরৈবেতি ট্রাস্টের সভাপতি ড. আলি আসগার। আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানে কুদ্দুস আলির দ্বিতীয় গল্পগ্রন্থ “পদ্মার ঢেউ রে” র মোড়ক উন্মোচন করেন কাজী শিরীন আলি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না নৃত্যশিল্পী সনকা বিশ্বাস। কথা কবিতা দেবময় কারফরমা ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী দিদি পিংকি মন্ডলের গান ও ময়ূরাক্ষী চন্দ্র ও সৌনমী চন্দ্রের নাচের মধ্যেই ফাগুনের সকাল কিভাবে যে দুপুর গড়িয়ে পড়ে তা কেউ খেয়ালই করেননি। অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও অণুগল্প পাঠ করেন আব্দুস সালাম, বাবলু কাজী, ইমতিয়াজ কবির, নাসির ওয়াদেন, সাফিকুল হাসান, মৃন্ময় মজুমদার, সাইফুল ইসলাম, সামসুল হুদা আনার, ধ্বজাধারী দত্ত, বাহারুল ইসলাম, নেহনাজ আলম, কোহিনুর বেগম, রাজেন্দ্র সাহু, আফতাব হোসেন প্রমুখ। মন ছুঁয়ে যাওয়া অসাধারন বক্তব্য রাখেন ড চৈতন্য বিশ্বাস, আব্দুল হাসিব প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ আলি আসগার। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মতিয়ার রহমান ও মন্টেন মুন্সী। সকলের জন্য চা বিস্কুট ও টিফিনের ব্যবস্থা ছিল আর দুপুরের খাবার খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে সব পাখির নীড়ে ফেরা। আবার প্রতীক্ষা সামনের বছরের জন্য।