রামপুরহাটে SAFE DRIVE SAVE LIFE শুভসূচনা করলেন রাজ্যের কৃষি মন্ত্রী ডঃ আশীষ ব্যানার্জী মহাশয়

আজিম শেখ,নতুন গতি,রামপুরহাট: পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে আজ রামপুরহাটে SAFE DRIVE SAVE LIFE প্রকল্পের অধীন পথ নিরাপত্তা সপ্তাহের শুভসূচনা করলেন রাজ্যের কৃষি মন্ত্রী ডঃ আশীষ ব্যানার্জী মহাশয় সহ মহকুমা শাসক স্বেতা আগারওয়াল মহাশয়া ও উপ-পৌরপিতা সুকান্ত সরকার মহাশয়।এই দিন পুরো রামপুরহাট শহর প্রক্রিম করেন স্কুল ছাত্রী দেরকে নিয়ে ।