গলসিতে দুয়ারে শিক্ষক কর্মসুচীতে মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরন

নতুনগতি, আজিজুর রহমান, গলসি : গলসি ২ ব্লকের কুরকুবা অঞ্চলের জয়কৃষ্ণপুর গ্রামে দুয়ারে শিক্ষক কর্মসূচি করা হল। পশ্চিম বঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির গলসী শাখার উদ্যোগে ওই কর্মসূচি নেওয়া হয়। যেখানে প্রায় ১৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানু‌ষের হাতে মাস্ক, সাবান সহ বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। করোনা আবহে দুস্থ মানুষের পাশে দাঁড়াতেই এমন উদ্দ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি, দিব্যেন্দু মুখার্জি, সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তপন দাস, গলসি বিধাসভার বিধায়ক নেপাল ঘরুই, খন্ড ঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর তথা ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল, জেলা তৃণমূলের সহ সভাপতি নব কুমার হাজরা, গলসি ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজন মণ্ডল, সহ সভাপতি সুজিত সাম, ব্লক তৃণমূল যুব সভাপতি হেমন্ত পাল, ব্লক তৃণমূলের মহিলা সভানেত্রী সেখ শাহানাজ বেগম, ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি গুলমহম্মদ মোল্লা, গলসি ১ ব্লক তৃণমূল যুব সভাপতি পার্থ মণ্ডল, স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ সহ এলাকার একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ শিক্ষকেরা। এদিনের কর্মসুচিতে বহু মানুষ উপকৃত হয়েছেন বলে জানান, গলসি ১ নং ব্লক তৃণমূল সভাপতি সুজন মন্ডল। পাশাপাশি এমন কাজ আরও বেশ কিছু এলাকায় করার জন্য তিনি শিক্ষকদের অনুরোধ করেছেন। তিনি বলেন, এই রকমই শতশত কর্মসুচিতে প্রমান হয় যে তাদের সরকার সাধারণ  মানুষের সরকার।