|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- ২০২৪ সালের লোকসভা ভোটকে পাখির চোখ করে ঘর গোছাতে মরিয়া রাজ্যের শাসকদল। ইতিমধ্যেই সংগঠনকে ঢেলে সাজাচ্ছে তৃণমূল। তাই এখন থেকেই সাংগঠনিকভাবে জোরকদমে শক্তিবৃদ্ধি করতে এগোচ্ছে শাসকদল তথা তৃণমূল কংগ্রেস। গেরুয়া শিবিরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল। তাই এখন থেকেই লোকসভা ভোটকে লক্ষ্য রেখেই বুথস্তরে কমিটি করে সংগঠনকে আরও মজবুত করে ঐক্যবদ্ধভাবে লড়বে তৃণমূল।
আজ ডায়মন্ড হারবার স্টেশন বাজার অর্থাৎ এম বাজারের সামনে ডায়মন্ড হারবার বিধানসভা তৃণমূল কংগ্রেসের নতুন কার্যালয় ফিতে কেটে উদ্বোধন করেন ডা: হা: বিধান সভার বিধায়ক পান্নালাল হালদার, এছাড়াও উপস্তিত ছিলেন ডা:হা: বিধানসভার পর্যবেক্ষন সামীম আহমেদ মোল্লা, ডা:হা: ২ নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন, ডা:হা: ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী, ডা:হা: পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস, পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস,শিক্ষক নেতা মইদুল ইসলাম,বিশিষ্ঠ সমাজসেবী রেজাউল মল্লিক,টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌমেন তরফদার,বিশিষ্ঠ সমাজসেবী ডাক্তার ইয়ার নবী গায়েন সহ ডায়মন্ড হারবার বিধানসভার প্রধান উপপ্রধান ও আরো অন্যান্য সকল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ।