|
---|
সজল দাশগুপ্ত : রবিবার ছিল অস্ট্রেলিয়া বনাম ভারতের দ্বিতীয় আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। তিনটি ম্যাচে সিরিজে ভারত আগেই একটি ম্যাচ জিতে এগিয়েছিল। অস্ট্রেলিয়াকে এই ম্যাচ জিততেই হতো, সমতা ফেরানোর জন্য। তবে ভারতীয় ব্যাটসম্যানদের তাণ্ডবে অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাক খড় কুটোর মতো ভেসে যায়। নির্ধারিত ৫০ ওভারে ভারত পাঁচ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে। শত রান করেন শুভমান গিল ৯৭ বলে ১০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। অপরদিকে আজ শ্রেয়াস আইয়ার অসাধারণ একটি ইনিংস উপহার দেন। তিনি ৯০ বলে ১০৫ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ান বোলাররা শ্রেয়াস ও শুভমানের সামনে কার্যত দিশা হারা হয়ে গেছিল। আজও নিজের সেরাটা মেলে ধরলেন সূর্য কুমার যাদব। ৩৬ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ইনিংস সাজানো ছিল ৬ টি চার ও ৬টি ছয় এর মাধ্যমে। সূর্য কুমার যাদবের অসাধারণ পারফরম্যান্স একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ ক্রিকেটের আগেই নিঃসন্দেহে ভারতীয় ব্যাটিং লাইন আপকে ভরসা যোগাচ্ছে। জিততে হলে পড়তে হবে ৪০০ রান এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে। তবে কিছুক্ষণ খেলা হওয়ার পর বৃষ্টি নামে। লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ৩৩ ওভারে ৩১৭ রান। অস্ট্রেলিয়ান ইনিংস ২৮.২ ওভারে ২১৭ রান তুলে থেমে যায়। ভারত এই ম্যাচ ৯৯ রানে জিতে নেয়, একই সঙ্গে সিরিজ জিতে নিল ভারত। তৃতীয় একদিনের ম্যাচটি কার্যত নিয়ম রক্ষার হয়ে দাঁড়ালো।