সুজাউদ্দিন সেখ, মুর্শিদাবাদঃ খড়গ্রাম থানায় ভোট ম্যারাথোন প্রতিযোগিতায় নগর কলেজ থেকে প্রথম হয়েছে সাজানুর সেখ এবং দ্বিতীয় হয়েছে কালিদয় বাগদি | কলেজের শারীরশিক্ষা বিভাগের অধ্যাপক জিয়াউল সেখের আশা তাঁর এই ছাত্ররাই ভবিষ্যতে কলেজ তথা দেশের মুখ উজ্জ্বল করবে |