|
---|
নিজস্ব সংবাদদাতা :শুরু হয়েছে গাভাস্কার বর্ডার ট্রফি, প্রথম টেস্ট ম্যাচে ভারত অস্ট্রেলিয়া কে হারিয়ে দিয়েছে। চারটি টেস্ট ম্যাচের সিরিজে আজ দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হয়েছে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ম্যাচের প্রথম দিনে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গেছে। আবার সৌজন্যে সেই রবিচন্দ্র আশ্বিন জাদেজা ,মোহাম্মদ সামি। রবিচন্দ্র আশ্বিন ও যাদেজা ৩ করে উইকেট নেন, অপরদিকে সামি নিয়েছেন ৪ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ওসমান খোয়াজা, তিনি করেছেন দুর্দান্ত ৮১ রান, অপরদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিংস একটি অসাধারণ ৩৩ রানের ইনিংস খেলেন। তার ইনিংসের কারণে অস্ট্রেলিয়া ২৫০ রানের গণ্ডি অতিক্রম করতে সক্ষম হয়। আজও অসাধারণ বোলিং করেন মোহাম্মদ সামি, তার বোলিং এর সামনে সেই ভাবে কোন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মাথা তুলে দাঁড়াতে পারেনি।