|
---|
সেখ সামসুদ্দিন, ১৭ ফেব্রুয়ারিঃ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ বিদ্যালয়ে ভারত সরকারের পারমাণবিক শক্তি বিভাগ ও ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার (ভিইসিসি)-র উদ্যোগে মিশন নির্মল বাংলা ও এনার্জি রিসোর্স বিষয়ক সচেতনতা শিবির করা হয়। নবম থেকে একাদশ শ্রেণির মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ ছাড়াও শাখা ১,মেমারি রসিক লাল স্মৃতি বালিকা বিদ্যালয়, মেমারি হাই মাদ্রাসা স্কুল, নুদিপুর ভূপেন্দ্রমোহন স্মৃতি বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। বিদ্যালয়ে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পরিষেবায় পরমাণু বিষয়ক বক্তব্য রাখেন ভিসিসির পাবলিক অ্যাওয়ারনেস কমিটির চেয়ারম্যান ডঃ তাপস সামন্ত, সাইক্লোট্রন ও তার ব্যবহার বিষয়ক বক্তব্য রাখেন ডঃ অনিমেষ গোস্বামী, স্বচ্ছতা এক্টিভিটিতে হাইজিন, স্যানিটাইজেশন, বিউটিফিকেশন বিষয়ে বক্তব্য রাখেন ভিইসিসির স্বচ্ছতা কমিটির সেক্রেটারি তাপস কুমার ভৌমিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জনের বিষয়ে ভিসিসির স্বচ্ছতা কমিটির জয়েন্ট সেক্রেটারি সুমন কুমার গুহ বক্তব্য রাখেন। পরে সংস্থার পক্ষে নির্মাল্য দত্ত, সরিতা মহত্রে, প্রফুল্ল কুমার বেড়া সহ সকল অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ করেন ও তাদের পুরস্কৃত করেন। এদিন প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেন বলে জানান বলে প্রধান শিক্ষক সুব্রত মুখার্জী। এদিন অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আনিসুর রহমান।