|
---|
নিজস্ব সংবাদদাতা :১৭ ই ফেব্রুয়ারি ২০২৩ বাচামারি জি কে উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখা, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ও মালদা মেডিক্যাল কলেজ থ্যালাসেমিয়া ইউনিটের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে ভয়াবহ থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে সচেতনতা ও সম্পূর্ণ বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক শিবির অনুষ্ঠিত হয়।
উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন মালদা জেলার উপমুক্ত স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মন্ডল, বাচামারি জি কে উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক অমৃত কুমার ঘোষ, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা মেডিক্যাল কলেজ থ্যালাসেমিয়া ইউনিটের কাউন্সিলার অপরাজিতা সরকার, নতুন প্রজন্মের সম্পাদক হারাধন সাহা প্রমূখ।
১৮৮ জন ছাত্র-ছাত্রীর রক্তের নমুন সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে থ্যালাসেমিয়ার উপরে সচেতনতা মূলক সংগীত পরিবেশন করেন অশোক মজুমদার মহাশয়। সকলকে ধন্যবাদ জানান প্রধান শিক্ষক শাজাহান আলম মহাশয়।