একদিনের ক্রিকেটের ব্যাটিংএ শীর্ষস্থানে গিল, বোলিং এর শীর্ষে সিরাজ

সজল দাশগুপ্ত: একদিনের ক্রিকেটের শীর্ষস্থান নিজের দখলে নিল ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা ব্যাটসম্যান শুভমান গিলের। আইসিসির প্রকাশিত সর্বশেষ ওডিআই র‌্যাঙ্কিং, যেখানে শুভমান গিল এখন ওয়ানডে ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। পূর্বে ওয়ানডে ফর্ম্যাটে নম্বর ১-এর ছিল পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের দখলে। প্রকাশিত আই সি সি সূচী , যেখানে আজমকে টপকে শুভমান গিল আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল করেছেন।

    উল্লেখ্য প্রায় বছর খানেক ধরে অসাধারণ পারফর্ম করেছেন। ‌ওয়ানডে ফর‌ম্যাটে শুভমান গিল দুর্দান্ত পারফরমেন্স, যার কারণে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে শিখর ধাওয়ানেকে বাদ দিতে হয়েছিল। উক্ত বিশ্বকাপেও গিল তার সেরা ফর্ম বজায় রেখেছেন। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বসেছিলেন বাবর আজম। বিশ্বকাপে বাবর আজম সেই রকম কিছু পারফরম্যান্স করতে পারেননি। শুভমান গিল বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন যার প্রভাব দেখা গেছে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে।

    ওডিআই র‌্যাঙ্কিংয়ে এখন শুভমল গিলের ৮৩০ পয়েন্ট। ৮২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর আজম। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক যার রয়েছে ৭৭১ পয়েন্ট। এই তিনজন ছাড়াও, বিরাট কোহলিও চলতি বিশ্বকাপে ৫০০ রান করে আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারকে পেছনে ফেলে দিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন বিরাট কোহলি।আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে বিরাটের ৭৭০ পয়েন্ট। বিরাট ডি ককের থেকে খুব একটা পিছিয়ে নেই এবং কিছু ভালো ইনিংসের খেলতে পারলে বিরাটও আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে চলে আসতে পারেন। বিরাট এর পরবর্তী অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার রয়েছেন ৫ নম্বরে যার রয়েছে ৭৪৩ পয়েন্ট। ডেভিড ওয়ার্নারের পরেই ছয় নম্বরে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ৭৩৯ পয়েন্ট ।

    অপরদিকে ওডিআই র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার হি মহম্মদ সিরাজ ।তার আরেক সতীর্থ কুলদীপ যাদব তিন ধাপ উপরে উঠে এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে। বুমরাহ তিন ধাপ উপরে উঠে বর্তমানে আটে, মহম্মদ সামি (সাত ধাপ উঠে দশম স্থানে) রয়েছেন।

    দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ দুটি স্থান উপরে উঠে দ্বিতীয় থেকে এবং অস্ট্রেলিয়ার সমকক্ষ অ্যাডাম জাম্পা, ছয় স্থান উপরে উঠে তৃতীয় স্থানে শীর্ষ দশে রয়েছেন। অপরদিকে এক নম্বর ওডিআই বোলার শাহীন আফ্রিদি চার ধাপ নেমে গিয়ে অস্ট্রেলিয়ান পেসার হ্যাজেলউডের সাথে সমান পঞ্চম স্থানে রয়েছেন।