Breaking news: এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বিজেপিতে যোগাদানের জল্পনা তুঙ্গে

নতুন গতি ওয়েব ডেস্ক: মন্ত্রীর পর এবার বিধায়ক পদ ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। শীঘ্রই তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিতে পারেন রাজীব। তাঁর BJP যোগের জল্পনা আরও জোরালো হল। সূত্রে খবর, সম্ভবত রবিবারই শাহের সভায় বিজেপিতে যোগ দিতে পারেন রাজীব। আর তাঁর সঙ্গেই যোগ দিতে পারেন তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত বৈশালী ডালমিয়া সহ আরও একগুচ্ছ নেতা।

    মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন গত শুক্রবার। আজ, একসপ্তাহের মাথায় ফের শুক্রবার বিধায়ক পদটিও ছাড়লেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী পদ ছাড়া পরেই অনেকের ধারণা হয়েছিল, রাজীববাবুর বিধায়ক পদ ছাড়া এখন সময়ের অপেক্ষা। হলও তাই। আমি কখনও ভাবিনি জীবনে এই দিন আসবে। খুব কষ্ট হচ্ছে। রাজীবের কষ্ট ঠিক কোথায় তা পরিষ্কার করেই বলেন তিনি। তাঁর কথায়, আমার জীবনে কারও অবদান থাকলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতি আজীবন শ্রদ্ধাশীল থাকব।