|
---|
রবিউল ইসলাম ও সামিম হোসেন, সাগরদিঘি : পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি তাপবিদ্যুৎ প্রজেক্ট বিভাগীয় কমিটি সাগরদিঘির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ( খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন) শ্রী সুব্রত সাহা মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয় সোমবার। উপস্থিত ছিলেন রাজ্যের স্বাধীন দায়িত্ব মন্ত্রী শ্রী সুব্রত সাহা মহাশয়, অধ্যাপক শ্রী সপ্তর্ষি সাহা, যুব সভাপতি কিসমত আলি, সাগরদীঘি তাপবিদ্যুৎ প্রজেক্ট বিভাগীয় কমিটির সেক্রেটারি সমানেন্দ্র পর্বত ও সাধারণ সম্পাদক অরিজিৎ দত্ত ও ইউনিয়নের সদস্যবৃন্দ। ইউনিয়নের সেক্রেটারি সমানেন্দ্র পর্বত জানান, বিধায়কের সহযোগিতায় তাপবিদ্যুৎ কেন্দ্রে অনেক উন্নয়ন হয়েছে, পাশাপাশি তিনি সমস্ত ইউনিয়নের সদস্যদের ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। আমাদের প্রত্যেক ইউনিয়নের সদস্যদের পরিবারের জন্য ভ্যাক্সিনেশনের দ্রুত ব্যবস্থা করার দাবি জানান তিনি।
অধ্যাপক সপ্তর্ষি সাহা বলেন, ইউনিয়ন যেমন সুবিধা – অসুবিধা গুলি দেখবে, ঠিক তাদের মূল লক্ষ্য হওয়া উচিৎ যে সিস্টেমের মধ্যে যারা আছে, সেই সিস্টেম উন্নয়ন করবে আর সিস্টেম যদি উন্নয়ন করে, তবেই সার্বিক উন্নয়ন হবে।
মন্ত্রী শ্রী সুব্রত সাহা বলেন, সারা বাংলাতে যত গুলো তাপবিদ্যুৎ কেন্দ্র আছে তাদের মধ্যে অন্যতম সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র ( ১৬০০ মেগাওয়াট রানিং ) । এই ইউনিয়নের সম্পাদক সহ তার সহকার্মীরদের সবসময় তাদের পাশে পেয়েছি। এই তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। দেখাশোনা করি বলেই শান্তিপূর্ণ ভাবেই পি ডি সি এল চলছে, আগামীদিনেও সুষ্ঠভাবে চলবে বলে জানান। কোলকাতার মানুষেরা যে বিশুদ্ধ পানীয় জল পান করে, খুব শীঘ্রই সেই জল আনার ব্যবস্থা করছি । তখন শুধু তাপবিদ্যুৎ কেন্দ্রের কোয়ার্টারে তো থাকবেই পাশাপাশি সাগরদিঘি বক্লের প্রত্যেকটা বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে।তিনি আরও বলেন, রাজ্য সরকার স্বাস্থ্যসাথী , বিনামূল্যে রেশন, বার্ধক্যভাতা পেনশন প্রভৃতি জনগণকে সরাসরি পৌঁছে দিচ্ছে। পরিশেষে তিনি জানান, খুব শীঘ্রই প্রত্যেক ইউনিয়নের সদস্যদের পরিবারের জন্য ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করবো।