|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ বাংলার লোক উৎসব কাটোয়ার কার্তিক লড়াই। কাটোয়ার কার্তিক লড়াই উপলক্ষে পানুহাটের ইয়ংষ্টাফ ক্লাবে কার্তিক পুজো করা হচ্ছে। বিগ বাজেটের পুজো করা হচ্ছে। ইয়ংষ্টাফ ক্লাবের এবারের পুজো ৫৬ তম বর্ষে পর্দাপন করছে। ইয়ংষ্টাফ ক্লাবের এবারে থিম হলো রথ। ইয়ংষ্টাফ ক্লাবের পুজোয় মেতে ওঠেন সকল সদস্যরা। গোটা বিষয়টি সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পুলিশ তৎপর।