|
---|
লুতুব আলি, নতুন গতি : কলকাতায় রাখি বন্ধন উৎসবে রিগিং বিরোধী আন্দোলনের ডাক। একটি ছাত্রের আকর্ষিক মৃত্যু উৎসবেও একাকার হয়ে গেল। গতকাল ছিল ৩০ আগস্ট রাখি বন্ধন উৎসব। অতি সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপ কুন্ডু রিগিং এর শিকার হয়ে তার সব স্বপ্ন চিরতরে বিলীন হয়ে গেল। স্বেচ্ছাসেবী সংস্থা স্বজন কলকাতার কলেজ স্কোয়ারে গান্ধী মূর্তি পাদদেশে রাখি উৎসবের আয়োজন করেছিল। সংস্থার সদস্য, সদস্যা, কর্মকর্তারা রাখি উৎসবের শামিল হয়ে রাজপথে গান, কবিতা, স্লোগানের মধ্য দিয়ে রিগিং বিরোধী আন্দোলনের ডাক দিল। অনুষ্ঠানের সকলেই একযোগে রিগিং ঠেকাতে জ্বালাময়ী বক্তৃতা দেন। যেখানেই বেনিয়ম, অত্যাচার, রিগিং হবে সেখানেই তারা ছুটে যাওয়ার আহ্বান জানালেন। সংস্থার সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, রাখি বন্ধন উৎসবের প্রাক্কালে স্বপ্নদীপ কুন্ডুর অকাল মৃত্যুতে আমরা ভীষণভাবে মর্মাহত। রাখি বন্ধন উৎসব হচ্ছে ভাতৃত্বের বন্ধন ও সৌহার্দ্য বজায় রাখার বার্তা দেয়। স্বেচ্ছাসেবী সংগঠন স্বজন স্বপ্ন দীপ কুন্ডুর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল। ভবিষ্যতে আর যাতে কোন ছাত্র বা ছাত্রীর রিগিং এর শিকার হয়ে সব স্বপ্ন শেষ হয়ে না যায় সে ব্যাপারে রিগিং এর ব্যাধিকে প্রতিহত করতে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে একজোট হয়ে গিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আরণ্যক বসু, বরুণ চক্রবর্তী, রঞ্জনা গুহ, শেখ মনির উদ্দিন, শিব শংকর বক্সী, গৌরী সেন, আব্দুল করিম, অগ্নিশিখা, গৌতম পাল, আফসোনা বেগম, গোপাল রুইদাস, শেখ আরমান, বাংলাদেশ থেকে আগত খাইরুল আলম প্রমুখ। সংস্থার সদস্যা পৌলমি মিশ্র দক্ষিণ-পূর্ব রেলের বাগনান থেকে শুরু করে হাওড়া পর্যন্ত প্রতিটি স্টেশনের টিকিট পরীক্ষক ও পুলিশ কর্মী এবং পুলিশ আধিকারিকদের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। অন্যদিকে সংগঠনের পক্ষ থেকে বাগনানেও রাখি বন্ধন উৎসব পালন করা হয়। কলকাতার অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মধুমিতা ধুত।