পশ্চিমবঙ্গ রাজ্য শাখার ‘উদ্যম’ ও নারায়না সুপার স্পেশালিটি হাসপাতালের *বিশ্ব তামাক বিরোধী দিবস।

সংবাদদাতা : ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য শাখার উদ্যোগে ‘উদ্যম’ ও নারায়না সুপার স্পেশালিটি হাসপাতালের সহায়তায় পালিত হলো *বিশ্ব তামাক বিরোধী দিবস*। তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে মুখ ও ফুসফুসের ক্যান্সার বিশ্বব্যাপী বেড়েই চলেছে। তাই তামাক ব্যবহারের কুপ্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে একটি ট্যাবলোর আয়োজন করা হয়,তার মাধ্যমে শহরজুড়ে পথচলতি মানুষকে বিতরণ করা হয় তামাক বিরোধী দিবসের বিশেষ টি-শার্ট। বর্তমান করোনা-পরিস্থিতির প্রেক্ষিতে দেওয়া হয় মাস্ক ও স্যানিটাইজার। শিয়ালদহ ট্রাফিক গার্ড, মুচিপাড়া ও এন্টালি থানার পুলিশকর্মীদের দেওয়া হয় পিপিই কিট,এন-৯৫ মাস্ক ,ফেস শিল্ড ও স্যানিটাইজার। এছাড়াও গত ৩০ এপ্রিল থেকে প্রতিদিন শিয়ালদহ অঞ্চলের দুঃস্থদের হাতে রান্না করা খাবার তুলে দিচ্ছে আইডিএ রাজ্য শাখা,আজ ছিল ২৯ তম দিন। রাজ্য সরকারের নির্দেশ মেনে সমগ্র প্রক্রিয়াটি কার্যকর করা হয়। আই ডি এ রাজ্য শাখার সম্পাদক ডাঃ রাজু বিশ্বাস জানান,”বিগত কয়েক দশকে আমাদের দেশে মুখের ক্যান্সার এক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, যার জন্য দায়ী তামাকজাত দ্রব্যের ব্যবহার। সমাজের সকল স্তরের মানুষকে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”