|
---|
নিজস্ব সংবাদদাতা : ডায়মন্ড লীগে সোনা জয় নীরজ চোপড়ার, পরবর্তী লক্ষ্য স্থির করে ফেললেন। এই সিজনের দ্বিতীয় ডায়মন্ড লীগে সোনা জয় করেছেন নীরজ। শুক্রবার ডায়মন্ড লীগে কৃতিত্বের অধিকারী হয়েছেন তিনি, প্রসঙ্গত ৮৭ দশমিক ৬৬ মিটার জ্যাভলিন ছুড়ে তিনি সোনা জয় করার কৃতিত্ব ছুয়ে ফেলেছেন।
তার পরবর্তী লক্ষ্য আগামী আগস্ট থেকে বুদাপেস্টে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিক্স। জয়ের জন্য ভারতের এই তারকাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এর যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে আগস্ট মাসের শেষের দিকে। এখনো দিন পঞ্চাশেক রয়েছে তার হাতে। টানা দুটি ডায়মন্ড লীগে সোনা জয় করে দুর্দান্ত কৃতিত্বের অধিকারী হয়েছেন নিরাজ চোপড়া।
টানা দুটি ডায়মন্ড লীগে সোনা জয় করার জন্য তিনি ষোল পয়েন্ট পেয়েছেন। সেপ্টেম্বর মাস থেকে ইউ জেনে শুরু হচ্ছে প্রতিযোগিতা, যেখানে সেরা ৮ জন জ্যাভলিন খেলোয়াড় অংশ নেবেন। ১৬ পয়েন্ট অর্জন করে ফেলেছেন নিরাজ যেই জন্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার ছাড়পত্র ইতিমধ্যেই তিনি পেয়েছেন।