স্কটল্যান্ড এর কাছে হেরে বিশ্বকাপের বাইরে দুবারের বিশ্বজয়ীরা

নিজস্ব সংবাদদাতা : আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। তার আগেই অঘটন, এবারে ওয়েস্ট ইন্ডিজ কে আর বিশ্বকাপে দেখতে পাওয়া যাবে না। দুইবার বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপে ইতিহাসে এই প্রথমবার দেখা যাবে না।

    শনিবার সুপার সিক্স এ স্কটল্যান্ড এর কাছে সাত উইকেটে পরাজিত হয়ে বিদায় নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। লীগ পর্যায়ে তারা জিম্বাবয়ে ও নেদারল্যান্ড এর কাছে হারে।

     

    ম্যাচের নায়ক স্কটল্যান্ড এর অলরাউন্ডার ব্যান্ডেন ম্যাকমুলেন। তিনি এই ম্যাচে তিনটি উইকেট নেন, ৬৯ রানের একটা প্রয়োজনীয় ইনিংস খেলেন।

    প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৮১ রান করে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ রান করেন জেসিন হোল্ডার ৪৫। এরপর ৩৯ বল বাকি থাকতে প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় স্কটল্যান্ড।