ভারত টেস্ট দল ঘোষণা করল নিউজিল্যান্ড সফরের, বাদ পড়লেন রাহুল

নতুন গতি: নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের দলে ফিরেছেন পৃথ্বী শ। সুযোগ পেয়েছেন জসপ্রিত বুমরাহ, শুভমান গিল ও ইশান্ত শর্মা। ইশান্তের খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর।

    উল্লেখ্য ২০১৮ সালের অক্টোবরে নিজের শেষ টেস্ট খেলেন পৃথ্বী। অভিষেক টেস্টেই ১৫৪ বলে ১৩৪ করেন পৃথ্বী। পরে চোট ও নিষেধাজ্ঞার কারণে মাঠে নামা হয়নি তার।
    দলে জায়গা হয়নি লোকেশ রাহুল এবং রোহিত শর্মার। ইনজুরির জন্য টেস্ট খেলতে পারছেন না রোহিত।

    ভারতের টেস্ট দল:

    বিরাট কোহলি (অধিনায়ক)
    মায়াঙ্ক আগারওয়াল
    পৃথ্বী শ
    শুভমান গিল
    চেতশ্বর পুজারা
    আজিঙ্কা রাহানে
    হনুমা বিহারি
    ঋদ্ধিমান শাহা (উইকেটরক্ষক)
    ঋষভ পন্থ (উইকেটরক্ষক)
    রবীচন্দ্রন অশ্বিন
    রবীন্দ্র জাদেজা
    জসপ্রিত বুমরাহ
    উমেশ যাদব
    শামি
    নভদীপ সাইনি
    ইশান্ত শর্মা।

    আগামী ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। ২৯ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।