|
---|
লোকসভায় দাড়িয়ে বিজেপি সাংসদ তেজস্বী সূর্য বিতর্কিত মন্তব্য করলেন
নতুন গতি,ওয়েব ডেস্ক: লোকসভায় দাড়িয়ে বিজেপি সাংসদ তেজস্বী সূর্য সংখ্যাগুরুদের সাবধান করলেন যে দেশে মুঘুলদের রাজত্ব চলে আসবে, এমনি কথা বলে সতর্ক করলেন সংখ্যা গুরুদের
আজ লোকসভায় রাষ্ট্রপতি ভাষণ এর পর তিনি বলেন মূলত দিল্লি শাহবাগের কথা তুলে মুঘল দের সঙ্গে তুলনা করলেন বিজেপি সাংসদ। যেখানে এত শীতের মধ্যেও একত্র হয়ে আন্দোলন রত অবস্থায় এখনো আছেন।
এদিন তার বক্তব্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন তিন তালাক বিল 370 ধারা বাতিল করেছেন তা খুবই প্রশংসনীয় বলে জানান।