|
---|
নিউজ ডেস্ক : আজ জেদ্দাতে অনুষ্ঠিত হলো ওআইসি ( অর্গানাইজেসন অফ দ্য ইসলামিক কনফারেন্স ) বিশেষ সভা। বর্তমান কাশ্মীর সমস্যা ও সংবিধানে ৩৭০ ধারা বাতিলের উপর বিশেষ আলোচনা হয়। ৩৭০ ধারা বাতিল, বর্তমান কাশ্মীর সংকট নিয়ে ওআইসির বিভন্ন দেশের প্রতিনিধিরা কাশ্মীরের পাসে আছে বলে জানান। সংগঠনের প্রধান সচিব ড. ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমিন জানান, জম্মু ও কাশ্মীরের নাগরিকরা তাদের বিশেষ অধিকার খুইয়ে যে পরিস্থিতিতে পড়েছে তাতে ওআইসি খুবই চিন্তিত। এই বিপদের দিনের তাদের পাশে রয়েছে ওআইসি। এই সংগঠনে ৫৭টি মুসলিম দেশ যুক্ত।
বিশ্ব মুসলিম সম্প্রদায় কাশ্মীর নিয়ে ভারতের বিপক্ষে বলা যায়। পরবর্তীতে আর কি পদক্ষেপ গ্রহন করেন ওআইসি সেটা দেখার বিষয়।