আন নিসা মিশনের মাধ্যমিক ছাত্রদের ফেয়ারওয়েল অনুষ্ঠান

সাজ্জাদ হাসান: পশ্চিমবাংলার অন্যতম আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আন নিসা মিশন । পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামে অর্থাৎ খড়গপুর লোকাল থানার চকমকরামপুর এ অবস্থিত। প্রতিষ্ঠান এর ছাত্র,ছাত্রী রা জন্মলগ্ন থেকেই মাধ্যমিকে ভালো ফলা ফল উপহার দিয়ে এসেছে। এবছর ও ছাত্র /ছাত্রী মিলিয়ে 65জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছে। তাদের নিয়ে ফেয়ারওয়েল অনুষ্ঠান হয় প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে । পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রতি বছরই মাধ্যমিক ছাত্র ছাত্রী দের নিয়ে ঐরকম সুন্দর অনুষ্ঠান করে থাকে। প্রতিবছর তার ব্যতিক্রম হয়নি। মাধ্যমিকের পরীক্ষার ফলাফল প্রতিবারই ভালো করে থাকে, এবারও তার ব্যতিক্রম হবে না বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানের সম্পাদক শেখ জাহান আলম । তিনি ছাত্রদের শুভকামনা জানান এবং আগামী দিনের ভবিষ্যৎ ছাত্ররাই হবে বলে ছাত্র দের সাফল্য কামনা করেন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিংলা থানার বিধায়ক শ্রী অজিত মাইতি মহাশয়, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় প্রধান পীযূষ কান্তি ঘোষ, প্রতিষ্ঠানের সভাপতি রফিক উদ্দিন আহমেদ, সামজেদ আলী, আলফা উদ্দিন, কাওসার আলী, অলীপ কুমার ঘোষ, বালিকা বিভাগের প্রধান শিক্ষক আশরাফ আলী, শিক্ষক শেক ইকবালউদ্দিন , সহ শিক্ষকমন্ডলী, ম্যানেজমেন্টের অন্যান্য সদস্য, অশিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। ছাত্র ছাত্রী দের ফুল মিষ্টি, পেন,দিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউসুফ আলী ও সাকিলা খাতুন