অ্যাডমিট না পেয়ে পরীক্ষা দিতে পারল না ১৩ পড়ুয়া, ক্ষোভে প্রধান শিক্ষকের মুখে কালি !

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা । যা ছাত্র জীবনে প্রথম বড় পরীক্ষা । অথচ এই পরীক্ষার প্রথম দিনেই চরম সর্বনেশে অভিজ্ঞতার সম্মুখীন হতে হল উত্তর ২৪ পরগণার অন্তর্গত আগরপাড়া নেতাজী শিক্ষায়তনের ১৩ জন ছাত্রের । অ্যাডমিট না আসায় পরীক্ষাই দিতে পারল না এই ১৩ পড়ুয়া ।

    এর হতাশায় আত্মহত্যার চেষ্টা করে এক ছাত্র । তাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় অভিভাবকেরা । অভিযোগ, এর ফলে ক্ষুব্ধ অভিভাবকেরা স্কুলের ভিতরে ঢুকে প্রধান শিক্ষকের মুখে কালি লেপে দেন ।

    অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষকের গাফিলতিতেই তাদের সন্তানরা পরীক্ষায় বসতে পারল না । ফলে ওই ১৩ ছাত্রের ভবিষ্যত নষ্ট হয়েছে । যদিও গাফিলতির অভিযোগ মানতে চাননি প্রধান শিক্ষক ।