|
---|
নিজস্ব প্রতিবেদক:- পানীয় জলের দাবিতে হাতে জলের পাত্র নিয়ে বিক্ষোভ বাসিন্দাদের। জলপাইগুড়ি সেবা গ্রামের ঘটনা।এলাকায় জলের ব্যবস্থা না থাকায় প্রায় ১ থেকে ২ কিলোমিটার দূরে গিয়ে বাসিন্দাদের পাণীয় জল নিয়ে আসতে হচ্ছে। এলাকায় মোট ৪২টি পরিবারের বাস৷ অবিলম্বে প্রশাসন এলাকায় জলের ব্যবস্থা না করলে আগামীদিনে বৃহত্তর আন্দলনের ডাক দেওয়া হয় বাসিন্দাদের পক্ষ থেকে। অরবিন্দ গ্রামপঞ্চায়েতের সেবাগ্রামের বাসিন্দাদের অভিযোগ এলাকায় একটি রাস্তা মেরামতের জন্য এখানকার পানীয় জলের লাইন কেটে রাস্তা মেরামত করা হয়েছিল আজ থেকে প্রায় ৪মাস আগে। অভিযোগ, রাস্তা মেরামতের পরে থেকে একাধিক বার স্থানীয় পঞ্চায়েত প্রধান ও ঠিকাদার সংস্থার কর্মীদের বলা হলেও আজ পর্যন্ত জল চালু করা হয়নি এখানে।”যার কারণে বাসিন্দাদের প্রায় ১-২ কিলোমিটার দূর থেকে পানীয় জল সংগ্রহ করে আনতে হচ্ছে। পাশাপাশি এই জল আনতে গিয়ে দূর্ঘটনায় আহত হচ্ছে বাসিন্দারা। সেকারণেই হাতে জলের বালতি নিয়ে রাস্তায় এসে বিক্ষোভ দেখালো এলাকার মহিলারা৷ বিক্ষোভকারীদের দাবী, গরম পড়ে গেছে এখন আরো বেশী সমস্যা হবে তাদের পাণীয় জল নিয়ে৷ রাস্তার ধারে জলের কল রয়েছে কিন্তু সেই কল দিয়ে জল পরেছেনা৷ অবিলম্বে প্রশাসন যদি জলের ব্যবস্থা না করে তাহলে তারা বৃহত্তর আন্দলনের নামতে বাধ্য হব।