|
---|
নিশির কুমার হাজরা, দক্ষিণ দিনাজপুর : জেলায় জেলায় শিক্ষক দিবসের উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠান রাজ্যজুড়ে হলেও এক আধ ঘণ্টার বেশি অনুষ্ঠান আজকাল চোখে পড়ে না!
কারণ আদর্শ শিক্ষক তকমা পেতে শিক্ষকগণ আজ রাজনৈতিক দলের আনুগত্যের শিকার হয়ে পড়েছে! কিন্তু রাজ্যের অন্যান্য জেলার গুলির সাথে দক্ষিণ দিনাজপুর জেলার এক অনন্য কর্মসূচি ভিন্নরূপে পাওয়া গেছে বলে সূত্রের খবর!
জানা গেছে এদিন দক্ষিণ দিনাজপুরের আনন্দ আশ্রম ক্লাব মঞ্চে এবিভি পি এর মণিশংকর ঠাকুর ও নীলাদ্রি শেখর মুখার্জির পরিচালনায় সকাল ৯টাই আনুষ্ঠানিক শিক্ষক দিবসের উদযাপন শুরু হওয়ার পর বিভিন্ন বয়সের পড়ুয়াদের একটি অঙ্কন প্রতিযোগিতা হবে !তারপর বেলা ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করে দুপুর দুটো থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে। মধ্যাহ্নভোজের পর বিকেল চারটে থেকে আবৃত্তি প্রতিযোগিতা হবে। এবং কুইজ প্রতিযোগিতা হওয়ার পর আদর্শ শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হবে স্বন্ধ্যেছটায়।
সবশেষে সন্ধে সাতটায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানান এ বিভি পি শিক্ষা সংগঠনের নীলাদ্রি শেখর মুখার্জি মহাশয়।