|
---|
নতুন গতি প্রতিবেদক : দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর থানা এলাকার দক্ষিণ চৌহাটি গ্রামের মদিনা নগর ইসলামিক এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ঈদের তোফা বিতরণ করা হয় গত সোমবার। এদিন গরিব ছাত্রদের নতুন বস্ত্র প্রদান করা হয় একইসঙ্গে ১০০ পরিবারকে চাল, আলু, পেঁয়াজ, চিনি, সিমাই, লবন, হলুদ, লঙ্কাগুঁড়ো এবং নগদ ১০০ টাকা দেওয়া হয় ।
উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ ইউসুফ মোল্লা, মো: সিরাজ , মাওলানা নুর হোসেন ও আরো অনেকে বিশিষ্টরা। সভাটি পরিচালনা করেন ট্রাস্টের সম্পাদক মাওলানা ইমাম হোসেন মাযাহিরী সাহেব।