|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর….. মেদিনীপুর শহরের স্বনামধন্য নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান “নৃত্যনীড়ের”-এর তৃতীয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান “পদধ্বনি-রং পলাশের ছোঁয়া” অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ প্রদ্যুৎ স্মৃতি সদনে। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানান সংস্থার কর্ণাধার নৃত্য প্রশিক্ষিকা রিমা কর্মকার। ধ্রুপদীনৃত্য, আধুনিক নৃত্য, লোকনৃত্য সহ বিভিন্ন ধারার নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন সংস্থার শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবিকারাও অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। পরিবেশিত হয় বসন্ত উৎসব বিষয়ক বিশেষ নৃত্য উপস্থাপনা।
এদিন সামাজিক কাজের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন”টীম রক্তযোদ্ধা” কে বিশেষ ভাবে “পদধ্বনি” সম্মানে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা,সংগীত শিল্পী রথীন দাস,সংগীতশিল্পী সুমন্ত সাহা, সংগীত শিল্পী যতন সরকার,নাট্য ব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী,বাচিক শিল্পী অমিয় পাল, মালবিকা পাল,কবি সিদ্ধার্থ সাঁতরা, নৃত্যশিল্পী রাজনারায়ণ দত্ত,শ্রাবণী দত্ত,বাচিক শিল্পী তপতী ঘোষ, শিল্পী মৃদুলা ভূঁইয়া,রত্না দে, নরোত্তম দে, পাঞ্চালি চক্রবর্তী,শিক্ষাব্রতী মিঠুন বারিক, সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল, চিত্রশিল্পী প্রদীপ বসু, অভিনেতা নিশীথ দাস, সমাজকর্মী নবনীতা মিশ্র, মনিকাঞ্চন রায়, নরসিংহ দাস, সুমন চ্যাটার্জী,সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ছিলেন।
ডান্সার্স ফোরামের সদস্য-সদস্যাগণ ,অলিগঞ্জ প্রাক্তনীর সদস্যাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী অর্ণব বেরা।অন্যান্যদের সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানের নৃত্য পরিকল্পনা ও পরিচালনা করেন নৃত্যনীড়ের কর্ণধার নৃত্য শিল্পী রিমা কর্মকার। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন নির্সগ-নির্যাস।